যা যা আছে আমার

নীলাঞ্জনা নীলা ৪ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার, ১১:১৪:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২২ মন্তব্য

কি কি আছে আমার...
কি কি আছে আমার...

তুমি জানতে চাইছো আমার কাছে কি কি আছে, যা তোমার কাছে নেই!
শোনো,
মনের খুব গহীনে একটি গোপন জলপ্রপাত আছে আমার
রাত্রির অন্ধকারে জেগে ওঠে, আর;
চৈত্রের রোদে পুড়ে, শীতের শুষ্কতাতেও ঝরে যেতে চায়,
কিন্তু বোকা বোঝেনা, এ কি সম্ভব!

আমার এই চোখের ভেতর একটি গভীর কূয়ো আছে,
বৃষ্টিতে ভিঁজে, বিদ্যুতের চমকে কোনো অবস্থাতেই উছলে পড়েনা
তাই অন্য কোনো চোখ দেখতে পায়না কিছুতেই।

তোলপাড় করা নীল সমুদ্রের বুকে আমার একটি আধ নিমগ্ন দ্বীপ আছে,
ভাটার টানে ভেসে যায়, জোয়ারে স্থির!

উপুড় হয়ে থাকা একটা খুব ছোট্ট, একান্ত নিজের আকাশ আছে আমার;
সেখানে বিভিন্ন রঙের মেঘেদের বাস,
বাতাসের তোড়ে কখনো উড়ে যায় দূরে বহুদূরে---

এছাড়া আমার কাছে পোড়া মাটির একটা পুতুল আছে,
যেমন ইচ্ছে তেমন করেই খেলা করা যায়, কিচ্ছুটি বলেনা।

ওই জলপ্রপাত, কূয়ো, দ্বীপ, আকাশ, পুতুলের মালিকানা সব আমারই নামে
অথচ আমি-ই কেবল আমার নই!
হাসছো?
হাসবেই তো!!
একান্ত আপন করে রাখা হাসিগুলো তোমাকে যে দিয়ে ফেলেছি সব!

হ্যামিল্টন, কানাডা
৩ ফেব্রুয়ারি, ২০১৭ ইং।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ