যা ইচ্ছে তাই-২

শুন্য শুন্যালয় ১৪ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১১:৫৫:৪৮পূর্বাহ্ন ছবিব্লগ ৬৩ মন্তব্য

ছুটছে গাড়ি। ছুটন্ত গাড়িতেও তোমায় মনে পড়ে--------------------

20151105_150351-1 [] চোখের ছাপে নিরুদ্বেগ ইচ্ছেরা
হানা দেয় হা হা করা হাহাকারে
ভেতর জুড়ে শিশিরের পিনপতন নীরবতা
অপেক্ষা গান করে নিজের করা সুরে।

IMG_3015 (3) []অক্ষত এক আকাশে ক্ষতগুলো মিশে যায়না
মেলানো ডানার ভাজে রক্তাভ দাগ নীলচে থেকে নীলাভ,
গাঢ় বাদামী জলছাপ জলেও মোছেনা।

IMG_5927 (2) []ছুটে চলা টাট্টু সময়, একদিন বেঁধে দেবে চোখ
কানামাছি ভোঁ ভোঁ, যদি পারিস আমায় রোখ।
অদূরে কোথাও খসে গেছে হাতঘড়ি
থেমে গেছে জীবন নামের ষ্ট্যাম্প সংগ্রহের শখ।।

IMG_6042 [] (2)মুঠোয় ভরে ছেঁকে তোলা আগুন বিতৃষ্ণা
পিপাসাও জেনে গেছে
জলের জন্য চাই তুমুল তৃষ্ণা।।

IMG_6126 (2) []তোমায় আয়না জুড়ে দেখি, চিঠি ভেবে পড়ি
শিশির ভেজা ফুলে নিমেষেই তোমায় ডুবাই
চোখের জল ভেবে মুছতে গিয়ে চোখেই আবার গড়ি।।

IMG_1856 (3) []বাকল খসে পড়া গায় সবুজাভ শীতল আহ্বান
জানার পরেও জানার থাকে, আসলে কে পরগাছা?
কার কাছে কার প্রাণ?

IMG_6148 []পাশাপাশি ফারাকেও তুমি আমি এক
রোদ্দুর শুষে তুমি হও আঁধার
আমি রঙিন হয়ে দেই আঁধারে চুমুক।।

IMG_6118 []লাল সবুজের কোমল নিক্কন সুর আজ
হেভি মেটালের সূচালো তীক্ষ্ণ ফলায় বিদ্ধ করে সময়,
কালরাত্রিরে কাঁদে মা, শিশু ভাঙ্গে আড়মোড়া
হাসি দিয়ে খুলে দেয় কচি হাতের ভাজ।।

0 Shares

৬৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ