মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!
তোমার তরেই বুক বেঁধে রয়
গুল বাগিচার কুল।

কালের চাকা বাতাস ঘুরে
চক্রাকারে পানি,
তোমায় যেচে বঙ্গের এ রূপ
রোজ গড়ে হাতছানি।
দেখে মেঘের ভালোবাসা
চুপটি বুনে সুখের বাসা
গায় সুরে বুলবুল -
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!

ব্যাকুল আশায় নদ-নদী বয়
গায় আষাঢ়ে কোলা,
তোমায় পেতে মাঠ বুকে নেয়
সবুজ ক্ষেতের দোলা।
বৃক্ষরা দেয় আঁচল পাতি
জোনাক জ্বেলে সাঁঝের বাতি
কয় হয়ে মশগুল -
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ