মহাসমর

আতা স্বপন ১ জুন ২০২০, সোমবার, ১০:১০:৫০অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

শ্রাবনে প্লাবনে রক্তিম নভে
হৃদয় মিনারে ধ্বনীত আজান
মহাসমর মহাসমর|

শতাব্দীর বুভুক্ষ আদম
ঘোষিল কোঁচকাওয়াজ
মহাসমর মহাসমর|

মেরাথন নীদ টুটে, টর্পেডো নাচ
কুরুক্ষেত্র লিলা, সুপ্ত রক্ত কনিকায়
আর্তনাদে ফুসলে উঠে
আকুলি-বিকুলি হৃদয়
মহাসমর মহাসমর|

পুঞ্জিভুত পাপের বোটকা গন্ধ
তনুমনে জ্বালাময় বিষমিশ্রন
মৃত্যুর দুয়ারে বিদ্রোহ ঝংকার
মহাসমর মহাসমর|

শয়তান ইবিলিস দুরাচারী
রুধিতেনারে কালের কেতন
নিষ্পেষিত অন্ধকার ভয়ংকরে
হুংকার উঠে থেকে থেকে
মহাসমর মহাসমর|

ধর্ষিত সভ্যতা, অপবিত্র জরায়ু
বয়ে ফিরে আজম্ম পাপ
জমজমের পানিতে ধুয়ে নেয় অসুচি
কালের অগ্নিসাক্ষী, বীরদর্পে হাঁকে আওয়াজ
মহাসমর মহাসমর|

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ