তবুও ভালবাসি।

আতা স্বপন ৮ জুন ২০২০, সোমবার, ১১:৪৮:৪২অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তোমার মাঝে আমার বিনাশ
তাতে কি যায় আসে
তবুও থাকতে চাই হিরম্ময় হয়ে
স্বপ্নীল আবেশে।

তোমার ঐ কাজল কালো চোখে
যে বিস্ময়, যে মমতা মাখানো মুখ,
রাহুর গ্রাস সেখানে থাকলেও
মরেও সুখ।

তোমার কোমল দেহ পল্ল­ব
নাগিনীর দংশনে বিষ মিশ্রন
তাতে কি?
আমি নিজেইতো জলন্ত অগ্নি
আমাতেই যত কীটের দহন ।

পাহাড়সম কষ্ট, হৃদয় হাহাকার
বিরাজে আমার সর্বত্র,হয়রান পেরেশান
তোমার ভালবাসার আবীরে
হোকনা তার অবসান।

কোমল কামিনি সুহাসিনী
অনিলের নীল নয়ন
অভিশাপ অমঙ্গল কাফনে হোক দাফন
শুধুই কাম্য ইস্পিত চুম্বন।

বল হে স্বর্গের অপ্সরা
আমার কিসে শংকা
পাতাল পুরীর রাজকন্যা
উদ্ধারিব পন
বাজিয়ে বিজয় ডংকা।

আমি অবুঝ,
আমি চীরসবুজ বাঁধন হারা
তোমাতেই সপেছি নিজকে
এ অধর আজ তোমার,
যে ভাবে ইচেছ কর কাটাছেরা।

কাপুরুষ তো নই
যে মরে বার বার
তোমার ভুবনে আলো ছড়াতে
না হয় মরব একটিবার।

কর্ণ বাজে আহাজারি ?
বেদনাপ্লুত আহবান?
আমি তব সর্বসঙ্গী
প্রেম পিয়াসী নওযোয়ান।

কি হবে ভবিতব্যে,
নাইবা ভাবলাম, নির্জনে নিরালায়
থাকনা খনটুকু নিবির আলিংগনে
দুজনার সুপ্ত কামনায় ।

মোম গলে শেষ হয়
শেষ হয় আলো
তোমাতে আমাতে মায়ার বাঁধন
তেমনি না হয় হল।

তুমি যদি দাও ব্যাথা
তাতেই আমি খুশি
জীবনের অন্তিম লগ্নে
তবুও ভালবাসি।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ