ভয়কে করো জয় !

সুপায়ন বড়ুয়া ১ এপ্রিল ২০২০, বুধবার, ০২:২৩:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

মা, কেমন আছ তুমি ?
কতদিন তোমায় হয় না দেখা কষ্ট পাবে বলে
ছবির আড়ালে মুচকি হেসে বলতে, ভাল থাকিস বাবা
মা, আমি খুব ভয় পাচ্ছি
আমার সর্দি কাশিটা আবার বেড়েছে বলে
বাসা থেকে বের হই না মানুষ করোনা বলবে বলে।
৮ ফুট বাই ১০ ফুট বাসা একা থাকা বড় কষ্ট
দম বন্ধ হয়ে আসছে মা।

কারখানাটা বন্ধ , বেতনটা হয়নি আজও
খুলবে কিনা তাও হয়নি জানা
বায়ার অর্ডার করেছে বাতিল কারখানা বন্ধ বলে।

মা জানো, কারখানা যখন সচল ছিল
মুখে মাস্ক , সাবান পানিতে হাত ধোয়া সবই ছিল
শত সহস্র শ্রমিক সবাই সুস্থ ছিলাম।
যেদিন থেকে কারখানা লক ডাউন হল
সেদিন থেকে আমার সর্দি, কাশি জ্বর ও উঠেছে আবার
সময় যে কাটে না আর
মৃত্যু ভয় আতঙ্কে শিহরিয়ে উঠি বারবার
মা, তুমি তো বলবে লক্ষণ তো করোনার।
তোর আপাকে (PM) বল, টেস্ট করবার।

মা, তোমার কি পড়ে মনে ?
মেট্রিক পরীক্ষার আগে তোমাকে না বলে
রাত জেগে যাত্রা পালা দেখলাম বলে
তুমি ঘরে ঢুকতে দাওনি
সেদিন থেকে সর্দি - কাশি জ্বর
মুখে খাবার দিলেই হত বমি
মা, তুমি অভয় দিয়ে বলতে
কিচ্ছুটি হয়নি তোর, ভয় পেলে কি চলে ?
তোমার চোখের জলে এক ফোটা সিরাপ আর
মাথায় চুমো দিয়ে নিয়েছিলে পরীক্ষার হলে
সবই কি গেছ মা ভুলে ?

মা, আমি জানি আমার আজও হয়নি কিছু
মনে বেঁধেছে বাসা, চাকরি হারার ভয়
যদি না আবার না খেয়ে থাকতে হয়
বাসায় আমি থাকতে রাজি
মানুষ যদি ‘করোনা’ বলে, গালি দেয়ার ভয়
মা, তুমি আশীর্বাদ করো
ভয়কে যেন দুরে ঠেলে, করতে পারি জয়।

ছবি নেট থেকে।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ