ভাবনার কথা

বোরহানুল ইসলাম লিটন ৩ জুন ২০২২, শুক্রবার, ০৬:৫৯:৪৭পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

ভাবতে ভাবতেই জীবন হলো শেষ!
বলছো শুনে ভান্ডে কি ধন?
পক্ক ক’টা কেশ।
আরজি করে পেশ,
জেনেই তবু ভাবনারা কয়
’বেশ তো আছি বেশ!’

ছোট্ট বেলায় সেই যে এসে ভূতো,
বললো জানিস কার পানে ধায়
চাঁদের বুড়ির সুতো?
ভাব হলো অকুতো,
বুঝনু যাবে যৌবনের ক্ষণ
রুখতে ওদের গুঁতো।

সাথী ভেবেই রাখতে তবু মান,
কাম-কাজে রোজ গাট্টা খেয়ে
হইছি কি সাবধান!
সাজলেও তাই চান,
সত্য হলো মন দেহ আজ
ভাবনারই খানদান।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ