ব্যাকওয়ার্ড

শুন্য শুন্যালয় ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ০২:১৩:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৭ মন্তব্য

আধা ঘুমে বিনা ফুঁ এ ঠোঁট পোড়ানো এক কাপ চা। দিনের শুরুটা মাঝপথে নয়, শুরু থেকেই শুরু হওয়া চাই। চা এর কৌটো উল্টেপাল্টে কিংবা সোজাসাপটা পলকহীন চেয়ে দেখি চাপাতা নেই। আজ আর দিন হবেনা, যার আরম্ভ নেই, তার কি আর চলা হবে? বিক্ষিপ্ত দিনে গুছিয়ে গাছিয়ে রাখা হবেনা কিছুই। টিভি টাও যদি না চলে? সারাদিনে একবার কাছে না গেলেও ব্যস্ত হয়ে যাব সেদিন, টিভি ছাড়া যেন লাইফটাই অচল। মোবাইলটা যদি সিগন্যাল লস হয়ে যায়!! বিরক্ত স্বরে ডাকাডাকি বন্ধ করলেও মস্তিষ্কের রিংটোন বন্ধ করবে কে? থেকে থেকে নেড়েচেড়ে দেখা সিগন্যাল ফিরলো কি? দুনিয়ার তাবত মানুষরা নির্ঘাত আজ আমাকে ফোন করে করে হয়রান হয়ে গেছে।

ল্যাপিতে হয়তো কাজ করবেনা নেট। নেট+ওয়ার্ক। সুকৌশলে জাল বিছানার পন্থা। কবেই এই জালে আমরা প্যাঁচিয়ে পুচিয়ে গিয়েছি। মনেই থাকেনা নেট ছাড়াও ল্যাপি চলে। গান গায়, স্মৃতি তরতাজা করার টোটকা কতো ছবি। ধিরে ধিরে জালের সুতো পোক্ত হচ্ছে। ছিঁড়ে, কেটে, ফাঁকফোকর গলিয়ে আর কোনভাবেই বের হতে পারবোনা হয়তো। এলোমেলো ছড়ানো বই এর ধুলোয় আলসে চোখে দেখবো একটু, কোন এককালে যা ছিলো বুকের উপরে আধখোলা। চোখ হয়তো পরে যাবে অনিচ্ছায় নিজেকে ছদ্মবেশে সাজানোর বাক্সে। প্রিয় প্রিয় সব নেকলেসের দু একটা পাথর উধাও। তবু মায়া মায়ায় তাকিয়ে দেখা মাঝে মাঝে যেমনি করে এখন  কিংবা হরহামেশাই। নিজেকে সাজিয়ে রাখার, থ্রিডি ফোরডি স্টাইলে বাঁচবার কতো আয়োজন!! সবকিছু কিনে এনে টাকার বদলে নিজেকেই বেঁচে দিয়ে আসিনিতো!!

0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ