বৃথাই এই জীবন

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৯:২৭:৪৫অপরাহ্ন শুভেচ্ছা ২৮ মন্তব্য

আমারো একটি পাখি আছে
পাখিঃ জেস শোনো
জেসঃ উম বলো
পাখিঃ আমার আজ চল্লিশ পোষ্ট পূর্ণ হলো
জেসঃ তাই নাকি! বাহ ভালোই তো
পাখিঃ তো?
জেসঃ তো কি ?
পাখিঃ আমাকে নিয়ে শুভেচ্ছা পোষ্ট কই?
জেসঃ মানে!! কিসের শুভেচ্ছা পোষ্ট?
পাখিঃ কেন? এই যে আমার চল্লিশ পোষ্ট পূর্ণ হলো, এ কারণে শুভেচ্ছা পোষ্ট।
জেসঃ ধুর, চল্লিশ পোষ্টের শুভেচ্ছা হয় নাকি? পঞ্চাশ... একশত পোষ্টের জন্য শুভেচ্ছা পোষ্ট হয়।
পাখিঃ এটি কেমন নিয়ম? আমি এই প্রথম চল্লিশ পোষ্ট দিলাম, শুভেচ্ছা পোষ্টে সমস্যা কি?
জেসঃ ব্লগে চল্লিশ পোষ্টের জন্য শুভেচ্ছা পোষ্ট হয়নি আজ পর্যন্ত।
পাখিঃ দিলে সমস্যা কি!! দিবা কিনা বলো?
জেসঃ পঞ্চাশ হোক তারপর দেবো।
পাখিঃ লিখবোই না আর সোনেলায়। গরররররররর...............
জেসঃ আচ্ছা।

দুই এ দুই এ বাইশ
পাখিঃ জেস আছো?
জেসঃ উম......... বলো
পাখিঃ আজ কত তারিখ মনে আছে?
জেসঃ হু আছে, বাইশ তারিখ
পাখিঃ একটি ছবি দাও তোমার, দেখি বাইশকে কিভাবে মনে রেখেছো
জেসঃ এই নাও, রোদে পোড়া কালো হয়ে যাওয়া ছবি।
পাখিঃ লাল রঙের টি-শার্ট পরেছো! 🙂
জেসঃ হ্যা এইদিনে তো লাল টি-শার্ট পরে গিয়েছিলাম জন্মান্তরের ঠিকানায়
পাখিঃ কি আশ্চর্য, আমিও আজ লাল রঙের ড্রেস পরেছি, সেদিনকার মতো
জেসঃ মিলে যায় জন্মান্তরের ভাবনায়
পাখিঃ যেখানে পৌরনিক মাছ এবং হরিণ অবাক হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে।
জেসঃ লাল রঙের অর্থ জানো?
পাখিঃ হ্যা জানবো না কেন? লাল হচ্ছে ভালোবাসার রঙ।

বৃথাই এই জীবন, এ জীবন রাখবো না

জেসঃ  আছো এখানে?
পাখিঃ হ্যা হ্যা আছি তো 🙂
জেসঃ আমার জেনুইন প্রাপ্য শুভেচ্ছা পোষ্ট দিতে আলসেমি লাগে তোমার? পাখিঃ কেন কি হয়েছে জেস?
জেসঃ সোনেলা ব্লগে আমার চেয়ে বেশী কেউ মন্তব্য দেয়নি, দেখেছো তুমি?
পাখিঃ না তো, খেয়াল করিনি।
জেসঃ এই দেখো মন্তব্য করেছি ১৫০৭৭ টি, পেয়েছি ১০৯১৫ টি। অর্থাৎ মোট প্রায় ছাব্বিস হাজার। এমন কে আছে ( আর একজন এর চেয়ে বেশী আছে ) এই ব্লগে?
পাখিঃ হাফ সেচুরী, সেচুরী, ডাবল ... ট্রিপল সেঞ্চুরি পোষ্টে শুভেচ্ছা পোষ্ট হয়। মন্তব্যের সংখ্যার উপর তো শুভেচ্ছা পোষ্ট হয় না।
জেসঃ দিলেই তো হয়। এত্তগুলো মন্তব্য করে লাভ টা কি হলো আমার? একটা শুভেচ্ছা পোষ্টও পেলাম না একারনে। বৃথাই এ ব্লগ জীবন, এ জীবন রেখে কি লাভ?
পাখিঃ আহারে............

**
পাখির ছবি আমার তোলা
স্ক্রিন শট সোনেলা ব্লগ এর।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ