বিদায় বন্ধু

অরণ্য ২৪ ডিসেম্বর ২০১৪, বুধবার, ১০:৩৯:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৭ মন্তব্য

বন্ধু, অনেক হলো
এবার তোমার ছুটি ।
থাকবে না তুমি
আমি একাই খেলব লুটোপুটি ।
কি কথা আর তোমার সাথে
কিছু কি রয়েছে বাকি?
তুমি আমার মিথ্যে প্রবোধ
নিজেকে দিয়েছি ফাকি ।

এত কাছে আর পাইনি কাউকেই
তুমিই ছিলে সব
তুমি ছিলে মোর অট্টহাসি
চলাচল, কলরব ।
তোমাকে ছাড়া চলি কি করে
ভেবেছি বহুবার
তবুও দেখেছি এটাই সময়
তোমাকে ছাড়বার ।

বিদায় বন্ধু
বিদায় ।
শুরু হোক আমার একলা চলা
রেখোনাকো তুমি দায় ।
কাল থেকে তুমি মৃত মোর কাছে
মাড়াবোনা ছায়া তোর ।
কাল থেকে আমি নিকোটিনবিহীন
আমার নতুন ভোর।

It's the Day

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ