২৯ জানুয়ারি ২০১৮
পদ নেবে কিন্তু অনেকেই পদবী নেবে না এটা ঠিক না।
যেমনঃ
*একজনের নাম হওয়া উচিত মিজানুর রহমান ঘোষ, কারণ তার পেশা হচ্ছে দই মিষ্টি বানানো। কিন্তু তিনি নাম লিখছেন মিজানুর রহমান তালুকদার।

** বর্তমানে বহু মুসলিম চুল দাড়ি কাটার পেশায় নিয়োজিত আছেন। কেউই কিন্তু নামের শেষে শীল লাগাচ্ছেন না।
জিজ্ঞেস করলাম 'আক্তারুজ্জামান শীল' লিখতে সমস্যা কি আকতার?'
"কি যে কন স্যার, আমি কি নাপিত যে শীল লাগামু নামের শেষে?" গালে শেভিং জেল দিতে দিতে আক্তারুজ্জামান খান এর উত্তর 🙂
*************************************

২৯ জানুয়ারি ২০১৫
সাদা স্কুল ড্রেস পরে ছেলেটা স্কুলে যাচ্ছে। জামার বুতাম ঠিক ভাবে দিতে পারেনি। জামার নীচ টা উপর নীচ হয়ে আছে। ছেলেটিকে ইচ্ছে করেই বলিনি। ধমক খাবে মাস্ট স্কুলে গিয়ে। খাক ধমক। আমি কত মাইর খেয়েছি এজন্য 🙂 ধমক খেলেও ও মাইর তো খাবে না, আজকাল মাইর দেয়া নিষেধ।

কতদিন যে সময় নেই, দ্রুত পাজামা পড়তে গিয়ে, পাজামার এক পায়ের মধ্যে নিজের দু'পা ঢুকিয়ে আটকে গেছি, বহু কষ্টে পা মুক্ত করে আবার ঠিক ভাবে পাজামা পড়েছি।

আহা কোথায় গেলো সেই দিনগুলো? পাগলাটে ইয়াসিন স্যারের চায়ের মধ্যে কলা চুবিয়ে খাওয়া, চায়ের মধ্যে কলা চুবিয়ে খেতে আমি আর কাউকে দেখিনি। একদিন স্যারের প্যান্টের বেল্ট ছিড়ে যাওয়ায় গরুর দড়ি দিয়ে প্যান্ট বেঁধে ঢোলা প্যান্টের পতন রোধ করেছিলেন 🙂 স্মৃতিতে অমলিন সেসব ঘটনা।
***************************************

২৯ জানুয়ারি ২০১৪
দেশীয় রাজনীতিতে ক্ষমা চাওয়ার প্রচলন শুরু হয়েছে।
প্রকাশ্যে ধূমপান এর জন্য সমাজ কল্যান মন্ত্রী ক্ষমা চেয়েছেন।
এখন-
বাবুর বাবা , তিন আংগুলী , ময়না পাখি পালকরা তাদের কৃত কর্মের জন্য ক্ষমা চাইতে পারেন। আমরা ক্ষমা করে দেবো । এখনই সময় 🙂

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ