বালুকার চরে ঘর

বোরহানুল ইসলাম লিটন ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ০৭:১৫:১৮পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

দেখেছো কি সেই চর!
যেখানে অভাগা বালুকার বুকে
বিশ্বাসে বাঁধে ঘর!

চৈত্র মাসের কাঠ ফাটা রোদে
শীতল পরশ পেতে,
ব্যাকুল প্রকৃতি মৃদু সমীরণে
বারে বারে উঠে মেতে।

তবুও কি কারো অকুলের পথে
প্রীতি হয়ে ভাসে ভেলা!
অলিরা খুশিতে গুঞ্জনে করে
কাননেরই বুকে খেলা!

অম্বুদ বিনে গগনের সাজ
জমে না মনের মতো,
তা বলে কি সেথা আষাঢ়ের ধারা
ঘিরে থাকে অবিরত!

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ