বারবিকিউ

নীলাঞ্জনা নীলা ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ০৫:১০:৩১পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ৩৩ মন্তব্য

মনের বারবিকিউ করে চিবিয়ে সন্ধ্যা এনে
ফরেষ্ট ক্যাম্পে একটা ক্লাউনের নি:সঙ্গতা।
কামড়ে নেয়া এডাল্ট চিকেনের সাথে ককটেলের জোয়ারে ডুবে যাওয়া
এলকোহলে চুমুক দিলেই সত্যি নাকি সব বাক্য?
অথচ মিথ্যের উচ্চারণে মিথ্যেবাদী একজন বারবিলাসিনী সেজে বসে থাকে নিশ্চুপ।
আহা বন্ধুত্ত্বের কি অনিন্দ্যসুন্দরতা দেখছি এবং দেখাচ্ছি আমি!
নি:শ্বাসের সুতোয় সেলাই করে চলে একটি জীবন---
ক্লাউন নয়,
আসলে একজন সুবিধাবাদী সাজায় চারপাশ
এদিকে বারবিকিউ আর নি:সঙ্গতা পাশাপাশি অবস্থান।
ক্লাউনের একটা হৃদয় কেবল ঝুলতে থাকে শ্রাবণী ঝুলনে~
এলকোহলিক নারীর চুম্বনে।
সমকামিতার অনন্য উদাহরণে হেরে যায় বন্ধুতা;
প্রতিশোধপরায়ণ হয়ে ঘেণ্ণা।
পরাজিত করার জন্যে কতো আবেগেরও বারবিকিউ হয়;
ক্লাউন সেজে একটি সন্ধ্যে থেকে রাত পুড়তে থাকে সময়
আধ-কাটা চাঁদের মতো হাসিতে।

হ্যামিল্টন, কানাডা
১৪ আগষ্ট, ২০১৫ ইং।

চান্দ্রেয়ী অন্ধকার...
চান্দ্রেয়ী অন্ধকার... 

**প্রতিদিনই আমাদের চোখের সামনে বেশ কিছু ঘটনা ঘটে যায়। অনেক মানুষ-জনের সাথে দেখা-পরিচয়-পার্টি-হুল্লোড়-আনন্দ-মজা-স্ফূর্তি কতোকিছুই না ঘটে। আনন্দ নিয়ে লেখাটা শুরু করতে গিয়ে মনে হলো এমন করে যদি ভাবি, অনেকেই আছে পার্টিতে হাসি রেখে মনের ভেতর বোঝা যায়না। আর হলো বেশ রঙ নিয়ে আজকাল হৈ-হুল্লোড়। পার্টিতে আমরা মেয়েরা সবাই মিলে আড্ডা দেই, আর পুরুষরা আলাদা। তাই সমকামী শব্দটি নিয়ে আসা। যাক আজ একটু পর একটা পার্টিতে যাচ্ছি, আর আমার আনন্দ নিয়েই। 😀

**নীতেশদা ব্র্যান্ডের নাম জানিনা। ককটেল বলে চালিয়ে দিয়েছি দাদা। এখন আপনি মেশাবেন। যদি জানা থাকে।  :p

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ