বাংলার শ্রেষ্ঠ বিকাল

জাহাঙ্গীর আলম অপূর্ব ৮ মার্চ ২০২১, সোমবার, ০৬:৩২:৪৪পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
  1. সেই দিনে এই মাঠ এরুপ ছিলো না
    ছিলো বিশাল জনাকীর্ণ,
    ছিলো জনসমাগম।
    সেই দিনই ছিলো বাংলার শ্রেষ্ঠ বিকেল
    এই বিকেল বিশ্বব্রহ্মাণ্ডে অদ্বিতীয়
    এ এক নতুন কাব্যের মেলা ।
  2. নিস্তব্ধ নিরব ছিলো চারদিকের পরিবেশ
    তরুলতায় বসে আছে ঝাকে ঝাকে সাদা পাখি
    কাব্য শুনবে-
    অধীর আগ্রহে বসে বন্ধুর মাটিতে
    দশ লাখ জনগণ
    কাব্য শুনবে-
    কানাকানি করে বলে, কখন আসবে  কাব্যিক
    কখন শুনাবে তার অমৃত কাব্যখানি
    জনতা ব্যাকুল হয়ে বসে আছে কাব্যের মাঠে।
  3. হাজার বছরে এরকম কাব্য রচার মতো কোনো কাব্যিক ছিলো না  বাংলায়  
    হাজারো কাব্যিক এই বাংলায় এসেছিলো
    কেউ রচেনি বাংলার শ্রেষ্ঠ বিকেলের কাব্যখানি।
  4. শত বছরের শত সংগ্রাম পদ্মা মেঘনা যমুনায় ভাসিয়ে  
    অনেক প্রতীক্ষার পর
    অমৃত কাব্যখানি ব্যক্তের জন্য
    কাব্যিক এলেন  কাব্যের মঞ্চে
    এ কাব্য অদ্বিতীয় বিশ্বব্রহ্মান্ডে।
  5. তুমিই প্রথম কাব্যিক এই কাব্যের
    যার বিয়ষবস্তু ভিন্ন
    কাব্যখানি যখন তুমি করিলে ব্যক্ত
    তখন তুমি বলেছিলে
    ওরা আমার ভাইয়ের ঝরায় আছে বুকের তাজা রক্ত ।
    বলেছিলে বাংলার মানুষের উপর করা
    পাশবিক পৈশাচিক নির্যাতনের কথা
    বাঙালির অধিকার স্বাধীকারের কথা
    কাব্যখানি ব্যক্তের সময় মনে পড়েছিলো
    যেন লক্ষ কোটি  তারকারাজির মধ্যে
    তুমিই এক উজ্জ্বল পূর্ণিমার চাঁদ
    তোমার সেই আলোতে বাঙালি
    আলোকিত হয়ে  
    নিরস্ত্র থেকে সশস্ত্র হয়েছে
  6. ঝাপিয়ে পড়েছে দেশ রক্ষায়।
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ