ইয়াহু ম্যাসেঞ্জার। আমার কাছে অনেক স্মৃতি আর আবেগের একটি চ্যাট এপ্লিকেশন। ইয়াহু মেসেঞ্জার হচ্ছে বিশ্বে প্রথম চ্যাট এপ্লিকেশন। ওয়ান টু ওয়ান চ্যাট বা গ্রুপ চ্যাটকে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছিল এই ইয়াহু ম্যাসেঞ্জার। এনড্রয়েড মোবাইল বাজারে আসার পূর্বে সিম্বিয়ান মোবাইল ছিল প্রায় সবার হাতে হাতে। নকিয়া, স্যামসং, এরিকশন, সনি কোম্পানীর সিম্বিয়ান সেট গুলো বাজার দখল করে ছিল। এই সিম্বিয়ান মোবাইল উপযোগী একটি সফট ছিল এই ইয়াহু ম্যাসেঞ্জার। তখনকার সময়ে আর একটি সফট ছিল স্কাইপি। তবে স্কাইপি মুলত নেট ভিত্তিক কথা বলার জন্য ব্যবহৃত হত বেশী।
মোবাইল, পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপে ইন্সটল করে ইয়াহু ব্যবহার করেননি এমন মানুষ খুব কম পাওয়া যাবে।
যখন পার্সোনাল কম্পিউটারে ম্যাসেঞ্জার ব্যবহার করে ফিনল্যান্ডে বসবাস করা ছোট ভাইর সাথে কথা বলতাম, তখন আলাদা স্টান্ডে স্থাপন করিয়ে নিতাম ক্যামেরা। আর স্পিকার এবং এয়ারফোন টিএন্ডিটির অপারেটরদের মত মাথার উপর দিয়ে বেন্ড করে রেখে কথা বলতাম। পরিবারের সবাই একরুমে এসে একজনের পর একজন কথা বলতাম ছোট ভাইর সাথে। সপ্তাহে অন্তত একদিন এমন পারিবারিক সম্মিলন ঘটতো অত্যন্ত আন্তরিকতার মাঝে।

ইয়াহুতেই আমি এমন একজন বন্ধুর সাথে সময় কাটিয়েছি দিনের পর দিন, মাস বছর- কাল ক্রমে সেই আমার হয়ে উঠেছে সময়ের সেরা বন্ধু। কত স্মৃতি যে ভিড় করে আছে এই ম্যাসেঞ্জার কে ঘিরে। ইয়াহু ম্যাসেঞ্জারে কেটেছে আমার অনলাইনের অনেক সময়। ওয়ান টু ওয়ান চ্যাটের মাধ্যমে আমি কয়েকজন অত্যন্ত ভাল বন্ধু পেয়েছি।
শত্রুদের গালাগালিও শুনেছি এই ইয়াহুতে। সারাক্ষণ শ্রদ্ধা শ্নেহের একজন ছিল এখানে, যে পরবর্তিতে আমারই বিরুদ্ধাচারণ করে পরিচিত হয়েছে সবার সাথে।

এন্ড্রয়েড মোবাইল বাজারে আসার পরে কত ধরনের যে চ্যাট এপ্লিকেশন প্রকাশ হয়েছে তাঁর হিসেব নেই। ভাইবার, উইচ্যাট, হোয়াটসেপ, লাইন, ফেসবুক মেসেঞ্জার এসব এপ্লিকেশন প্রায় সবার মোবাইলেই বর্তমানে আছে। সবাই ইয়াহু ম্যাসেঞ্জারের চ্যাট সিস্টেমটা নিয়ে অগ্রসর হচ্ছে। অথচ এই চ্যাট ধারনার সৃষ্টিকারী ইয়াহু ম্যাসেঞ্জার এদের সাথে প্রতিযোগিতায় কেবল পিছিয়েই পরেনি, অবশেষে বন্ধই করে দিল এটি।

বন্ধ সম্পর্কিত কিছু তথ্যঃ
ইয়াহু ম্যাসেঞ্জার বন্ধ হয়ে যাবার তারিখঃ ১৭ জুলাই ২০১৮
এর চ্যাট হিস্ট্রি ডাউনলোড করা যাবেঃ ৩০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত
যাদের ইয়াহু মেইল আছে এবং ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করতেন, তারা মেইলে একটি মেইল পাবেন এ সম্পর্কে।
এখানে গিয়ে ডাউনলোড করে ফেলুন আপনার হিস্ট্রি

আমার মত নষ্টালজিয়ায় আক্রান্ত ফাগলেরা আপনাদের চ্যাট হিস্ট্রি ডাউনলোড করে রাখতে পারেন।

বিদায় ইয়াহু ম্যাসেঞ্জার, ভুলবোনা তোমাকে কখনো।
তোমার আত্মা শান্তি লাভ করুক।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ