ফ্যান্টাসি

নীলাঞ্জনা নীলা ২০ জুলাই ২০১৫, সোমবার, ১২:২২:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২০ মন্তব্য

11745821_10206494519858154_3090261416609819281_n

মাঝে-মধ্যে মন বড়ো দূরন্ত হয়ে যায়
যেমন হাওয়ায় এলোমেলো-অবিন্যস্ত হয়ে যায় বৃষ্টির জল।
আবার শান্ত দিঘীর মতো টলমল করে।
ওখানে পদ্ম ফোঁটে, তার ওপর পদ্মগোখরাও নাচে তার ফণা তুলে;
টুংটাং সুরে বেজে ওঠে কখনো,
কখনো বিদ্যুতের মতো চমকায়।

মন জানি কি!

অনুভব করতে গেলে ঢেউয়ের মতো ফিরে যায়
ছুঁতে গেলে সাগর-পাড়ের বালিতে লেখা নামের মতো মুঁছে যায়।
এই মনই যেনো জীবনের প্রতিটি সিঁড়িতে উত্থান-পতনের ইতিহাস
ভাঙ্গে-গড়ে, ধূলিস্যাত করে দেয় কতো কতো জনপদ।

মন আসলে কেমন!

গহীন অরণ্যে বাতাসের শব্দ,
নাকি অনন্ত চরাচরে কেবলই মরিচীকা?
আসলে মনটা যেনো একটা ফ্যান্টাসি নগরী,
স্বপ্ন দেখায়, এবং ভাসায়।

হ্যামিল্টন, কানাডা
১৯ জুলাই, ২০১৫ ইং।

 

**ছবিটি আমারই তোলা ২০০৯ সালে বেলজিয়ামে থাকার সময়। জায়গাটির নাম নামুর। খুবই সুন্দর একটি শহর। বেলজিয়াম গেলে সকলেই ওখানে বেড়াতে যায়। যারা সবুজ ভালোবাসেন, তাদের অবশ্যই যাওয়া উচিৎ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ