ফুল উৎসব

শুন্য শুন্যালয় ৪ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৮:৪২:২৯পূর্বাহ্ন ছবিব্লগ ৫৯ মন্তব্য

লীলাবতী দি র টমেটো উৎসবের রেশ ধরে আরেকটি উৎসবে ফিরে গেলে কেমন হয়?

এবার ফুল উৎসব। পুরো নাম ফ্লোরিয়াড ফুল উৎসব। অস্ট্রেলিয়ার বসন্ত উদযাপনের সবচেয়ে বড় উৎসব এটি। প্রতিবছর মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর এক মাস জুড়ে ক্যানবেরা তে অনুষ্ঠিত হয়।

11109512_392577510946664_830385422016041843_n

২০১২ সালে ছুঃ মন্তরের মতো সুযোগ পেয়ে গেলাম ঢু দেবার। ক্যানবেরার কমনওয়েলথ পার্কে লেক বারলে গ্রিফিন এর ধার ঘেষে এতো রঙ এর ফুল দেখাটা সত্যি এক অসাধারন অনুভূতি।

11012635_392577477613334_4562849315139384432_n

ফ্লোরিয়াড ফুল উৎসবের ইতিহাসঃ অস্ট্রেলিয়ার দুইশতবর্ষ এবং ক্যানবেরার ৭৫ জন্মদিন উপলক্ষ্যে ১৯৮৮ সাল থেকে এই অনুষ্ঠানটি হয়ে আসছে প্রতিবছর। পিটার সাটন এবং তার সহকর্মী ল্যান্ডস্কেপ ডিজাইনার ক্রিস ডি ব্রুনি প্রথম এই ফুল ডিসপ্লের ডিজাইনটি করেন।

10646826_392577604279988_6438232085769058869_n

প্রতি বছর প্রায় চার লাখ ভিজিটর এই সময়টিতে ক্যানবেরা কে মুখিয়ে রাখেন, এই উৎসব পালন উপলক্ষে। ছোটখাটো শহর ছেড়ে এতো মানুষকে একসাথে দেখে, নিজের দেশে ফিরে গিয়েছিলাম একদিনের জন্য। আর গাড়ি পারকিং এর জন্য এক ঘন্টা ঘুরে বেড়ানোও মন্দ লাগেনি।

10383975_392577577613324_4203425094180180092_n

এতো মনোরোমা এই ফুলের সমাহারের পেছনে কস্ট কিন্তু কম নয়, শরত থেকে বসন্ত পুরো ন’মাস জুরে চলে প্রায় এক মিলিয়ন এই ফুলের পরিচর্যা।
11046875_394149657456116_2613185580469959063_n
বসন্তের ফুলেরা সেজেছে তেমন করে…

আমি সাদা-কালো চোখে চেয়ে দেখি, জগতের সব রঙ নিয়ে বসে আছে তারা।

11188423_392577714279977_3670391522181970476_n

ফুল উৎসব হলেও এটিকে টিউলিপ উৎসব বলেই মনে হয়েছে আমার, প্রায় আশিভাগ ফুলই টিউলিপ, তবে এতো রঙ এর টিউলিপ একসাথে দেখতে পাওয়াও চমৎকার এক অনুভূতি।
11206961_392577650946650_8252372711913841552_n

ফুলের বিছানা, তবে ছুঁয়ে দেখা মানা। কিছু সৌন্দর্য না ছোঁয়াই ভালো।

11170318_392577550946660_3742441529470775949_n

ক্ষুধার্ত চোখের পরিপূর্ণ পুজো সমাপন। বেঁচে থাকো সুন্দরেরা।

বেঁধেছি মনশয্যা ফুলের বিছানায়
11100961_392577590946656_5709460756560189353_n

সোনেলার সবাইকে সাথে নিয়ে এই ফুল উৎসব দেখতে পারলে কেমন হতো বলুন তো?

11188179_392577457613336_2534066074012067408_n

প্রতিবছর ভিন্ন ভিন্ন থিম নিয়ে উদযাপন হয় এটি। যেই ফেরি’স হুইল টা দেখা যাচ্ছে, ওটাতে চড়লে উপর থেকে পুরো থিম টা চোখে পরে। সেবার ছিলো FLORIADE লেখা, এভাবে ফুলগুলো সাজিয়েছে তারা। তবে সময় কম থাকায় এটা আমরা মিস করেছি।

0 Shares

৫৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ