পৌষের রবি

বোরহানুল ইসলাম লিটন ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৮:৫৩:৫৩পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

নিঝুম যামিনী শেষে আধো খোলা চোখে
আড়মোড়া ভেঙে জেগে পৌষের রবি,
ছড়ায়ে স্নিগ্ধ আলো মেতে উঠে রোখে
এঁকে ‍দিতে প্রকৃতির মনোহরা ছবি।

সবুজ শস্য ক্ষেত দেখে সেই ছটা
শিশিরের দাঁতে হাসে কুহেলীর আড়ে,
সোনা ঝরা চুম্বনে ডেকে করে ঘটা
পাখালিরা গলা ছেড়ে গেয়ে উঠে ঝাড়ে।

কত যে বদন জাগে সুহাসিনী রূপে
ওমের পরশে ভুলে হিমানীর চুম,
কেউ করে শুকরিয়া নিরালায় চুপে
কেউ হয়ে মাতোয়ারা খোশে করে ধুম।

চলন যদি না হয় হৃদয়ের ধন,
অধীর আশা কি কভু করে সেথা রণ??

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ