পুরুষ, তুমি

পারভীন সুলতানা ২৫ জুলাই ২০১৫, শনিবার, ১০:১২:৫২অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

পুরুষ তুমি বসতি বসাও
আমি ঘর বাঁধি, সাঁজাই গোছাই ,
সেই ঘরে তুমি’ আমি
তোমার আমার যাবতীয় সংসার করি ।
আমি কুটো নাড়ি
সাঁঝ প্রদিপ জ্বালি,
পঞ্চ ব্যাঞ্জনে আহার যোগাই ।
সকাল সন্ধ্যা স্রষ্টার নাম জপি
মঙ্গল প্রদিপ জ্বালি ,
বাটির চৌহদ্দিতে আপন ভুলে
অধিকার অনধিকারের সীমানা গড়ি ।
তথাপি , আমার বলে অধিকৃত নয়
স্বীকৃত নয় আমার বসবাস;
ইচ্ছে অথবা অনিচ্ছার নির্দেশে
তোমার অধিকার স্বীকৃত
শীল মোহর স্বাক্ষরিত কাগজটি
আমাকে পরিত্যাক্ত ঘোষণা করে
মুহূর্তে ঘরচুত্য , নীড়হারা আমি,
অথচ আমিই ঘর বাঁধি
অনন্ত কাল হতে দাম্পত্য বহন করি ।

পুরুষ , তুমি উপনীত হও
আমি গর্ভধারণ করি।
নয়মাস দশ দিন গর্ভস্থিত যাতনাক্লেশ
প্রসবে মরণোন্মুখ , দ্বিতীয় জীবন লাভি
তবুও আমিই সন্তান দেই
দেই তোমাকে জন্ম বার বার, বারংবার ।
লালন পালন করি আচরহীন যত্নে,
অতঃপর সে, তোমারই বংশধর ;
তোমারই নাম ধারণ করে ।
সমাজ সংসার এই বিশ্বচরাচরে
তোমার উন্নত গ্রীবা , গর্বিত হুঙ্কার
স্বদর্পে প্রতিষ্ঠিত পিতৃত্বের দাবীদার ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ