পাহাড় তলে

স্বপ্ন নীলা ১৬ আগস্ট ২০১৪, শনিবার, ০৩:৪১:১২অপরাহ্ন বিবিধ ৩০ মন্তব্য

ওগো মেয়ে!
নামকি তোমার ?
সদায় হাস, দেখতে ভারী !

ওগো ছেলে !!
নামকি তোমার?
সদায় আস, কাছে বেশি!!

ওগো মেয়ে !
নামটি ওচাং
কাছে আসি, দেখতে তোমায় !

ওগো ছেলে !
নামটি রুমাং
সদায় হাসি, ঝর্ণা নামাই !!

ওগো মেয়ে !!
থাক কোথায় ?
ঠিকানাটা দাওনা আমায় !

ওগো ছেলে !
পূবের পাহাড় ঢালের কাছে
ছোট্ট তিনটি ঘরযে আছে,
ঝুমের চাষে পাহাড় ঘেরা
সেইখানে থাকি যে মোরা

ওগো মেয়ে !
যাবে তুমি আমার গাঁয়ে !
খালের ধরে ঐ একটু বাঁয়ে
তারই পাশে বনের ধারে
সাঁওতালরা বাস যে করে !

ওগো ছেলে !!
আসবে তুমি বোশেখ মাসে !
কত জায়গার মানুষ আসে
পাহাড়টার ঐ মন্দির মাঝে
কত ধরণের বাজনা বাজে !

ওগো মেয়ে !!
হাসলে তোমার পরে যে টোল
অন্তরে আমার বাজে যে ঢোল
তোমার তরেই ছুটে আসি
তোমাকেই যে ভালবাসি !!

ওগো ছেলে !!
বিয়েটা আমার ঠিক হয়েছে
কেনাকাটার ধুম লেগেছে
সময়টা আর করোনা নষ্ট
জানি তুমি পাবে যে কষ্ট !!!

ওগো মেয়ে !!
চল ! যাব পালিয়ে ঐ দূরের দেশে
যেথায় থাকবো মোরা মিলেমিশে
থাকবে না আর দুঃখ কোন
আমার কথা একটু শোন !!

ওগো ছেলে !
ঐ পাহাড়ে জন্ম আমার বাংলাদেশে বাস
দূর দেশেতে পালিয়ে গেলে হবে সুনাম হ্রাস
তোমার কথা থাকবে মনে, থাক তুমি যেথায়
মনে করবে আমি আছি, তোমার পাশে সেথায় !!!

উৎসর্গ: সকল আদিবাসী ভাইবোনকে

লাইলী আরজুমান খানম (লায়লা), ১০ আগস্ট,২০১৪

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ