পরিশুদ্ধ সোনা-আলো

ছাইরাছ হেলাল ১৫ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ০২:৫৭:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

সামান্য একটু নিরাল আলতো শব্দ
নৈশ-শীত-নির্জনতার গভীরে প্রবেশ করে
ইস্পাত-চিৎকারে তীক্ষ্ণ প্রতিধ্বনি নিয়ে;

প্রস্রবণ টের পাচ্ছি না
তোতাদের সমবেত ধ্বনি
মৃতদের আর্তনাদ
বনাঞ্চলের শব্দ যজ্ঞ
গনগনে আগুনে মুখ
বাসের চাকায় চিড়ে চ্যাপ্টা
ডাস্টবিন-শিশুর কান্না
স্পর্শাতীত অশরীরীর দুরন্ত আনাগোনা
স্পর্শযোগ্য শরীরী কসরত
অনস্তিত্বের মত দাঁড়িয়ে ঠায় আছে;

পিছলে পড়া পরিশুদ্ধ সোনা-আলো
সময়ের পা-ছুঁয়ে, ফুটে উঠবেই সঙ্গম-সৌহার্দে।

ছবি নেটের।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ