নেংটা সুখের সার

বোরহানুল ইসলাম লিটন ২৬ জানুয়ারি ২০২২, বুধবার, ০৮:১৬:২৩পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

নেংটা সুখের সার,
এ যে
ভীষণ বুঝা ভার!
নিঃস্ব যেজন তার বুকেও
দেয় এনে আবদার।

এদের
সঙ্গ পেতে দেল,
যাদের
মালিশ করে তেল,
রুক্ষ হলে তাদের মাথেই
ভাঙে আবার বেল।

তবু
এরাই থাকে বেঁচে,
হলেও
শক্তি বা ছল যেচে,
মরণ এলে মনটারে শেষ
দিতে বারেক ছেঁচে।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ