নিরন্তর

ইসিয়াক ১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ০৮:০৬:০১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

চাঁদ ডুবেছে সেই কারণে,
খুকীর হলো মান।
খোকা দেখো দিনের আলোয়,
গাইছে সুখের গান।

রাত নিশিথে ফুল ঝরেছে,
গন্ধ গেছে টুটে।
ফের ঠিকই দিনের আলোয়,
নতুন ফুলেরা ফোটে।

খেয়াল এমন ই, খুশী এমন ই,
হরেক গল্প বলা।
ভাঙাগড়ার মধ্যে দিয়ে ই
প্রকৃতির ছুটে চলা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ