দেখা হলো না চোখ মেলে।

উর্বশী ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ০৩:২২:৩১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

প্রিয় আরজু মুক্তা আপুর প্রতি  বিনম্র শ্রদ্ধাঞ্জলী।

               দেখা হলোনা চোখ মেলে।
এতটুকু ভালোবাসা দিতে চেয়েছিলাম দু' হাত ভরে,
অপরাজিতা হয়েই রইলে সবার মনে উজার করে।
শরৎ সঞ্চারণে এখনো  রয়েছে লগন,
তোমার সুদীপ্ত  বিচরণে মধুময় ছিল সারাক্ষণ ।
ফুটেছে কত শিউলি, দোলনচাপা, চামেলি
ঘন কাশবনে  এখনো আছে সাদা কাশফুল,
নিত্যদিনের আসা- যাওয়ায় সবাই ছিল মশগুল।
ভালোবাসা দিতে চেয়েছিলাম পরিপূর্ণতায়,
পুড়ে যাওয়া হৃদয় রয়ে গেল অপূর্ণতায়।
শিউলি  কিংবা বেলীর সমারোহে,
খোঁপাতে গুজে দেয়া হলো না কোনো  ফুল,
হয়তো আমার অপরাগতাই  ছিল ভুল।
তুমি কত সুন্দর আর আত্মবিশ্বাসী,
যেন কাব্য উঠোনের  প্রহরী সাহসী।
লেখার জোয়ার এসেছিল সোনেলার বাঁকে,
তোমায় নিয়ে  পানসী  সাজিয়েছিল জলসিঁড়ির শাখে।
সুখ সাগরে ভাসা হলোনা শারদ পূর্নিমার  রাতে,
অজানা পথে চলে গেলে এখন নেই মোদের সাথে।
নিজস্ব জোয়ারে ভেসে গেলে নিজেরই  এক তটে,
বাঁধন হারা স্বপ্নগুলো তোমায় নিয়ে  আলিংগনে এই পাটে।
তোমার স্পর্শ পেতে চেয়েছিলাম হৃদয়ের ব্যাকুলতায় উজার করে,
বোবা কান্না সহসা অনুভবে রয় সারাক্ষণ  কষ্টের প্রহুরে।
এই অবেলায়  নীরব আঁধারে এক অচেনা পাখি,
তুমি ছিলে সীমাহীন সবুজ আঙিনায় চঞ্চলা প্রজাপতি।
ক্ষীন জোনাকীর আলো কিংবা সন্ধ্যার সুখতারা,
শত বর্ন,শত শব্দমালায়  ভাষ্কর্য  শিল্পে তোমায় গড়া,
আজীবন রবে স্বচ্ছ জলের ফুটে থাকা পদ্মের তোড়া,
প্রকৃতির চিরন্তনী মেনে নেয়ায় অজস্র চোখের  অশ্রু ঝরা ।
তবু তুমি আছো, তুমি রবে,  ভোরের শিশিরভেজা শিউলির শুভ্রতায়,
বিষন্ন মনের ফেলে আসা  নিস্পাপ  স্বপ্নের ভাবনায়।
সময় থাকতে গাঁথতে পারিনি তোমার মায়াবী নকশিকাঁথা,
এখন শত ফোঁড়ে গাঁথতে হচ্ছে তোমার বিরহগাঁথা কথা।
বর্ন, শব্দের ভাঁজে ভাঁজে  ভাবনার করিডোরে ,
অবেলায় চলে যাওয়ায় খুঁজে মন অসময়ে তোমারে,
ভালোবেসেছিল  সবাই সোনেলার হৃদয়পাড়া জুড়ে।
অভিমান, অভিযোগ  নেই এই পোড়া মনে,
খুঁজবো মেঠোপথের  বাঁকে ঘন কাশবনে।
দোয়েল,শ্যামা,ঘুঘুদের ডাকেও তোমায়  খুঁজে নিব,
গ্রাম্য সরুপথে, আলপথে, কিংবা কৃষক পল্লীতে,
চিরায়ত  নবান্নের  উৎসবে ঘেরা স্মৃতিতে।
নিস্পাপ মুখের কচি ফুল মেয়েটি চোখে দিশেহারা  চাহনি,
নাবা ফুল ভালোবাসার কুড়ি ফুল হয়েও ওঠেনি।
খুঁজবে সবাই নানান পার্বনে  সোনেলার এই উঠোনে,
কাব্য উঠোন খুঁজবে  তোমায় আমৃত্যু  সব সত্তা জুড়ে,
হয়তো তখন থাকবে  তুমি অচেনা ঘুম পরীদের ভীড়ে,
রাজপথে নয়,অলিগলিতে নয়,থাকবে সবার হৃদয়ের ফেস্টুনে।গ্রীষ্ম, বর্ষা,শরৎ, হেমন্ত,শীত ও বসন্তের সব পার্বণের  যাত্রায়,
ধর্মীয় বিশেষে খুঁজে নিব তোমায় যার যার প্রার্থনায়।
সকলের জীবন দিবসের সূর্য টা একদিন অস্তাচলে অস্ত যাবে,
কেউ আগে,কেউ পরের টিকিট পাওয়ায় অবসান হবে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ