দেখার না দেখায়

ছাইরাছ হেলাল ১৬ জানুয়ারি ২০১৭, সোমবার, ০৮:২৫:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

ফি বছর ঘনকুয়াশার শীত এলে দেখা হবে
এই এখানে,
ধানসিঁড়িটির তীরে, কথা এমন ই ছিল,
হয় নি বা হয়েও ছিল।

যদি অন্য কোন বছরে
বা অন্য কোন দিনে
অন্য কোন ক্ষণে,
অন্য কোথাও
অন্য কোন-খানে
দেখা হয়ে যায়, কথা বলবে অনর্গল, মুখেচোখে রং তুলে
হাসির ফোয়ারা ছুটিয়ে; আকাশে রংধনু আর ফানুস উড়বে;
অথবা না দেখতে পাওয়ার ভান করবে অনায়াসে,
যা করাই স্বাভাবিক, তেমন ই তো সবাই করে।
আসলে দেখাই হবে না, হয়ও না,

‘দেখা হবে’ অমন কথা আমরা বলি ই হরহামেশা,
বলা-ই উচিৎ, বলবো তো;

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ