ট্রেনে ভ্রমণ

ফারজানা তৈয়ূব ১৭ আগস্ট ২০২২, বুধবার, ০১:২৪:১৩অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

যাত্রীরা সব ট্রেনে বসে তালে তালে দুলছে,

কেউবা আবার অকারণে মাথাটা চুলকাচ্ছে।

ফেরিওয়ালা, ভিক্ষুক আর খাবার বিক্রেতা,

অবাধ তাদের বিচরণ সামান্যই  ক্রেতা।

কেউবা আবার কাঁধের কাছে দাঁড়িয়ে একনাগাড়ে কাঁসছে।

ট্রেনে ভ্রমণের আনন্দটাই মাঠে মারা যাচ্ছে।

একটা করে স্টেশন পিছনে চলে যাচ্ছে,

নতুন আরেকটা স্টেশনের জন্য ট্রেনটা এগিয়ে চলছ ।

মায়ের কোলে ছোট্ট শিশু মনের সুখে খেলছে,

কেউবা আবার তাল মিলিয়ে ট্রেনের সাথে দুলছে।

শাপলা বিলের পাশ দিয়ে রেলগাড়িটা ধায়,

শব্দ পেয়ে বকগুলো সব আকাশে উড়ে যায়।

সাদা সাদা বকের সারি কি অপূর্ব লাগে,

সবুজ মাঠে সোনালী ফসল কৃষকের চোখে মুখে আনন্দের ঢেউ জাগে।

ট্রেনের জানালা থেকে চোখ সরিয়ে দিয়েছি মোবাইলে মনোযোগ,

হেঁচকাটানে ছো মেরে মোবাইলখানা কেড়ে নিলো অচেনা আগুন্তক।

নানারকম কীর্তিকলাপ ট্রেনের মাঝে রোজকার ঘটনা,

মোটেই এগুলো মিথ্যে নয়, নয় কোনো রটনা।

 

 

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ