ঝড়ের খেলা

বোরহানুল ইসলাম লিটন ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৬:৫৯:০৭পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

বিশ্বাসে বাঁধা ঘর
তবু যেতে পারে নিমিষেই উড়ে
তাণ্ডবে এলে ঝড়!

গাছের শাখায় পক্ষী যুগল
বলে হাসে আলাপনে,
কে আছে নিঠুর আলাদা করবে
যদি জেগে থাকি পণে!

জীবনে মরণে সাথী দোঁহে মোরা
একই বৃন্তের ফুল,
ঠিক সেই ক্ষণে শিকারীর তির
নিশানা করেনি ভুল।

কচু পাতে ছিল দু’ফোটা অম্বু
যেন মমতায় মাতি,
একটু দোলায় বন্ধন ছিঁড়ে
একে হলো হারা সাথী।

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ