ঝুল-বারান্দায় পরন্তপ অনুরাগ

নীলাঞ্জনা নীলা ৮ জুলাই ২০১৫, বুধবার, ০৫:৩৪:২৪পূর্বাহ্ন কবিতা ৫০ মন্তব্য

নেশার আদরে...
নেশার আদরে...

বহুদিন আগে জানতে চেয়েছিলাম ,
তোমার কাছে ---
আচ্ছা বলতে পারো কোন ব্র্যাণ্ডের অ্যালকোহলে খুব বেশী নেশা আছে ?
তুমি বললে , "আদরে...।"
বোকার মতো বললাম , কিনে এনে দেবে ? কতো দাম ? তা নইলে আমি-ই গিয়ে নিয়ে আসবো...
আচ্ছা কি বলতে হবে ? আদর ? এই বানানটা লিখে দাও তো ।

তুমি তখন হো হো করে হেসে উঠলে ।

বললাম কি হলো , হাসছো কেন ?
---সূচী , ওই ব্র্যান্ড দোকানে পাওয়া যায়না ।
---তাহলে , কোথায় পাবো আদর ?
---এখানেই আছে সেটা ।
---ওহ তাই ? কবে এনেছো ? আমাকে বলোনি কেন ?
---যেদিন তোমার সাথে পরিচয় হয় । যেদিন আমি তোমার ঘর হতে চেয়েছিলাম , সেদিন থেকে তো এই একটাই নেশা করে যাচ্ছি ।
---আমি সত্যি বুঝতে পারছি না । দাওনা আমাকে । এ জীবনে একটিবার এমন নেশা করতে চাই ,
যাতে না-পাওয়াগুলো আর ভ্যাংচি না কাটে ।
---আমি তো সেই নেশা তোমাকে দিতে পারবোনা সূচি ; কেন যে আমি বারান্দা হয়েই রইলাম না !
---উফ এমন ন্যাকামো করোনা তো...দেবে এনে ? আদর খেয়ে আজ আমি মাতাল হবো ।

আরাধ্য আজ তুমি কোথায় আছো , জানিনা । কিছু কথা খুব মনে পড়ে , তবে মনের কোথাও গেঁথে নেই । আমিও জানি তোমারও মনের কোথাও এখন আর আমি নেই । একটুকুও খারাপ লাগে না তাতে । সবকিছুরই তো বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে , তাই না ? তবে কখনো কখনো খুউব হাসি পায় ওই কথাটা মনে পড়লে , নেশা কোনটায় বেশী...তোমার সেই শান্ত চোখের নীরবতায় বলে ওঠা , "সূচির আদরে...।"

হ্যামিল্টন , কানাডা
২৪ আগষ্ট , ২০১৩ ইং ।

 

ঝুল-বারান্দা হয়ে এখনও কি আছো?
ঝুল-বারান্দা হয়ে এখনও কি আছো?

**গদ্য এই কবিতাটি যদিও প্রেমের। একটি ছেলে এবং মেয়ের কথোপকথন। কিন্তু একটা পার্টিতে বেশ আড্ডা হচ্ছিলো সব বন্ধুরা মিলে, তখন জানতে চাইলাম আচ্ছা কোনটায় বেশী নেশা হয়? আমি আসলে হার্ড ড্রিঙ্কের নাম জানতাম না। আমার একটা বন্ধু বললো, ব্র্যান্ডের নাম "রাগ।" ওটা মারাত্মক নেশার। আর আমার আরেকটা বন্ধু বললো, "আদরে।" আমি সত্যি ও দুটোকে অ্যালকোহল ভেবে নিয়েছিলাম। অনেক হাসি হলো। বড়ো আনন্দের দিন ছিলো। হঠাৎ করে লেখাটি চোখে পড়ে গেলো। আজকাল আমরা সবাই ব্যস্ত। এতোটাই ব্যস্ত যে কথা হয়না। ওরা এখন দেশে চলে গেছে। "আদর" শব্দটি লিখিয়ে নিলো এই কবিতাটি।

0 Shares

৫০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ