জীবন্ত প্রেমের এপিটাফ

অনন্য অর্ণব ৩ অক্টোবর ২০২১, রবিবার, ০১:৪৫:২৫অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

যখন প্রশান্তির ঢেউয়ে জলে ভাসে, বিদুষী মাঘের সন্যাস-

ঘর ছাড়ে আত্মভোলা বাউল, ঘরের খোঁজে ডানা ঝাপটায় -

প্রজাপতি মন, 

বৈরাগের চৈতন্য ফেরানো কি যায় বলো - 

নৈঃশব্দ্যের অনির্বাণ বাহুতলে যার স্বপ্ন সোপার্জিত 

তুমি তাকে করেছ লালন - রমনীয় আভিজাত্যে ।

 

নিরঙ্কুশ মঙ্গল কামনায় সিক্ত অশ্রু তব ঝরেছিলো যেথা -

বৈষ্ণব বন্দনা যবে লজ্জিত তব প্রার্থণা তরে -

কি অসম- কি অসীম ছিলো সেই সমান্তরাল যাত্রাভিমুখ,

তারপর ঝড়ো হাওয়ার মাতাল উন্মাদনা দিগ্বিদিক ছোটাছুটি

সময়ের সুবিশাল প্রাচীরে বিচ্ছিন্ন নিষ্পাপ দুটি প্রাণ ।

 

শরতের শেষ বিকেলে উড়ে যাওয়া কোন গাঙচিলের ডানায়

বাউল খুঁজে ফেরে অনাকাঙ্ক্ষিত ছিন্নপত্রের লেশ -

এই লোকারণ্যের কোলাহলে আজো কেউ কেউ -

ভীষণ রকম একা- বুনো বিহঙ্গের মতোই অর্বাচীন নিরুদ্দেশ।

 

যেখানে আবেগ খেলা করে বিবেকের কঞ্জুস পদচারণায় 

সফলতার লোলুপ হাতছানিতে ভেঙ্গে যায় ধ্যান, 

শুরু হয় দেনা পাওনার হিসেব, অপরাপর অভিযোগে ভেস্তে যায়-

সুবিন্যাস্ত স্বপ্ন সম্ভার- লেখা হয় জীবন্ত প্রেমের এপিটাফ,

আধখানা চাঁদের ক্ষীণ আলোয় প্রাণ কি সে ফিরে পায় ?

 

কত কথা জমে আছে কত অগণিত ব্যথাতুর সুর -

মহাভারতের পদাবলী হয়ে- 

তোমাকে শোনাবো বলে হৃদয় মঞ্জিলে সাজিয়েছি থরে থরে

তুমি বুনো বিহঙ্গ হয়ে ছুটে গেলে- মালতী সন্ধ্যায় 

এখনো প্রহর নির্ঘুম অবচেতন মনে তব প্রতীক্ষায় ।।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ