জলের কাঁচ//

বন্যা লিপি ১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ১১:৪১:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

কাঁচটা কি নিরেট কাঁচ?
এপার ওপার ভেদ করে আলো আসে -যায় যখন তখন!
এক গ্লাস জল পড়ে আছে নিথর নি-রঙা! চাইলেই মুখচ্ছবি দেখা যায়!
ও ছবিতে বাহারি রঙের প্রলেপ লেপ্টে থাকা- কতগুলো ভাণ ভাঙছে গড়ছে নাটিকা!
যবনিকার পদপ্রান্ত বিশাল লম্বা! ধরাছোঁয়ার নেই ঠিকানা।

যাপিত কড়চায় কে আর খোঁজে বাহারি রঙের বাক্য?
শ্বাশ্বত নিয়মের ধারাপাতে এ্যালুমিনিয়ামের হাড়িতে টগবগে ফুটন্ত শাদা ভাতের উপচে পড়া টানাপোড়েন!

সকালটা পেরোলেই বাড়ন্ত নুন,পেঁয়াজের ব্রেকিং নিউজে চোখ জ্বলে!
চালের চেয়ে ডালের বাড়ন্তপনায় উদ্ধত অ-নিয়মের চাতাল।

এখানে বিত্তের মধ্যাবর্তে খাবি খায় চুনোপুঁটি মাছেদের ফুলকো!
এ্যাকুরিয়ামের জলাধারে
সোনালী মাছেদের জলকেলী!
সেখানেও নিরেট কাঁচের প্রাচীর ঘেরা অনুশাসন!

আলোর ঘুর্ণাবর্তে ঠুনকো কাঁচের বাহারি রকমারী
মূল্যায়ন!!

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ