জলপাই বনের বৃষ্টি

ছাইরাছ হেলাল ২০ জুন ২০২১, রবিবার, ০৯:৪৩:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

গোচরে অগোচরে থাকা অজস্র/সহস্র শব্দেরা
কখন যে ইনিয়ে বিনিয়ে ইচ্ছেয় অনিচ্ছেয়
পেরিয়ে যাবে মায়া-কুড়ানো লক্ষণ রেখা
আত্মঘাতী হতে হতে; যাক-না;

তবুও এক পশলা ছিপছিপে নিবিড় নীরব বৃষ্টি,
এক ফালি কাঁচা-রোদের পিঠে চড়ে,
ফুঁ-দিয়ে ফোলানো সারল্য পার্বণের মত এক অলৌকিক
বিকেলে আয়ু রেখার সংকেত মেপে মেপে,
অভ্যস্ত হয়ে যাওয়া গাঢ় নির্জনতা রঙের কারুকাজে
মন্দ কী!!

বৃষ্টি-কবিতার উচ্ছল শরীর-রেখায়, অক্ষর বৃত্ত/মাত্রা বৃত্ত
মেলেনি বলে কপালের ভাঁজ গুণে গুণে পোষা অসুখ
কখন যে মিশে গেছে বৃষ্টির উচু-নিচু চিহ্ন-রেখায়
কে জানে!!

নীরবতার বিষ-রসটুকু এক মোক্ষম চুমুকে শুষে নেবে
তেমন বৃষ্টির জন্য সোনামুখ করে,
সেই কবে থেকে দাঁড়িয়ে আছি, মেঘের আঁচলে ঢেকে/লুকিয়ে
রাখা আস্ত এলাচ বিচির সুগন্ধ-সুখের ভাগ নেব বলে,
এসো বৃষ্টি, এবারে একবার এখনের জলপাই-সুঘ্রাণ-বনে
লুকনো ভাব নিয়ে, এসেছিলে যেমন নৈমিত্তিকের ফি-বছর!!

গান ও ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ