ছবক – ২

ওয়ালিনা চৌধুরী অভি ৭ আগস্ট ২০১৪, বৃহস্পতিবার, ১২:৩৯:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য

১/ অতি চালাকরাই নির্বোধ সেজে থাকে।

২/ পরিবারের কাছ থেকে যথাযথ মর্যাদা না পেলে মানুষ জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করে থাকে।

৩/ বিবাহ ইহা একটি অন্যতম ভালো কাজ এবং প্রতিভাধরদদের ক্ষেত্রে নিজেকে ধ্বংসের অন্যতম কারন।

৪/সেই বকধার্মিক যাদের কর্মে শয়তানী আর মুখে আল্লাহ।

৫/ বুদ্ধিমতী নারী সফলতার চাবিকাঠি।

৬/ হাতের পাঞ্জা বড় ছেলেরা লোভী হয়।

৭/ নিজের দূর্বলতার জায়গাটা গোপনে পরিবর্তন করে ফেলুন, আরাম পাবেন। কেউ আপনাকে আঘাত করার সুযোগ পাবে না।

৮/ আর একজন শিক্ষিত মানুষ, অশিক্ষিত মহিলার সাথে থাকতে থাকতে অশিক্ষিতের মতো আচরণ শুরু করে।

৯/ পোড় খাওয়া মানুষেরা যদি একবার ঘুরে দাঁড়ায়, তবে সত্যি তাদের টলানো কষ্টকর।

১০/ শুয়োরকে যতোই শ্যাম্পু দিয়ে গোসল করানো হোক না কেন, হারাম সব সময় হারামই।

#Department of ছবক থেকে প্রকাশিত

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ