কুকুর কুকুরই থাকে , তা সেটা এলসেসিয়ান হোক বা সরাইলের গ্রে-হাউন্ড হোক।
রাস্তায় ঘেউ ঘেউ করা কুকুরকে অনেকেই আমরা কুত্তা বলি ।
ধনবান লোকেরা তাদের আদরের কুকুরের পিছনে লাখ লাখ টাকা খরচ করে , আদুরে নামে ডাকে ।
কিন্তু তারপরেও সেটা কুকুরই থাকে ।

রাজাকাররা রাজাকারই থাকে , তা সে দলেই যাক না কেনো ।
বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে তারা কখনো ধনীদের কুকুরের মত আদর পেয়ে এমপি মন্ত্রী হয়ে যেতে পারে ।
কিন্তু তারপরেও তারা রাজাকার ।

কোন নেতা নেত্রী রাজাকারদের আদর করে বুকে জড়িয়ে ধরতে পারে , এতে সাধারন জনগনের কি ?
সাধারন জনতা কোন নেতা নেত্রীর দয়ায় বেঁচে থাকেনা ।
কোন নেতা নেত্রীর উপর নির্ভরশীল নয় জনতা ।
খালেদা জিয়া বা শেখ হাসিনা রাজাকারদের চরিত্র বদলে দিতে পারেন না ।
সূর্যকে কোন নেত্রী চাঁদ বললেই তা চাঁদ হয়ে যাবে না ।

একবার যে রাজাকার , চিরদিনই সে রাজাকার ।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ