কোকিল ডাকে কুহু কুহু

ছাইরাছ হেলাল ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০১:২৫:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

নিঃস্ব নিঃসম্বলের উপকূলে কোথাও কেউ নেই
কিন্তু আছে তো সব/সব-ই, বিত্তের বৈভবে;
হঠাৎ হঠাৎ বেজে ওঠে লক্ষ্যহীন কিছু কথা,
কিছু লেখা, রহস্য চঞ্চল দূরত্বে থাকা হাতছানি-তা;

আবার জমাট বাধে নিঃসঙ্গ-নিপাট-আঁধার;
আকাশ যখন গুছিয়ে নেয় সন্ধ্যা তিথি,
তবুও দীপাবলির দীপেরা ঘনিষ্ঠ চোখে
আলো-জ্বেলে রাখে প্রাণ-পথে।

ঘুমুতে থাকা গাঢ় মধ্যরাত থেকে থেকে
জেগে ওঠে, অনুভূতির প্রদক্ষিণে;
ফুরফুরে সকাল বাতাস এবার জড় হয়
জীবনের ফুলদানিতে, কোকিল কুহু ডাকে;

ছবি নেটের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ