করোনা কালের ঈদ ২ !

সুপায়ন বড়ুয়া ৩ আগস্ট ২০২০, সোমবার, ১১:৫১:১৫পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

আবার এসেছে ঈদ আমার প্রিয়তম বাংলায়
করোনা কালের দু:সহ স্মৃতির আনন্দ বেদনায়
করোনায় আক্রান্ত আর মৃত্যুর মিছিলের যখন গতি বেড়ে যায়।

আবার এসেছে ঈদ আমার সোনার বাংলায়
কারখানার কলের চাকা যখন থমকে দাঁড়ায়
শ্রমজীবি মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে যায়।

আবার এসেছে ঈদ আমার প্রাণপ্রিয় বাংলায়
শিল্পের চিমনির ধোঁয়া যখন বন্ধ হয়ে যায়
কাজ হীন বেকার শ্রমিকের মিছিল দীর্ঘ হয়ে যায়।

আবার এসেছে ঈদ আমার প্রাণের বাংলায়
বানভাষি মানুষের উদ্বিগ্ন মুখ বিবর্ণ হয়ে যায়
সহায় সম্বলহীন মানুষ যখন নি:স্ব হয়ে যায়।

আবার এসেছে ঈদ আমার ডিজিটাল বাংলায়
স্কুল কলেজ মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়
পড়ুয়া ছেলেরা নেটের নেশায় আসক্ত হয়ে যায়।

আবার এসেছে ঈদ আমার সবুজ বাংলায়
ফসলের মাঠ যখন তলিয়ে যায় দীর্ঘস্থায়ী বাংলায়
মানুষ আর পালিত পশু আশ্রয় খোঁজে বাঁচার আশায়।

আবার এসেছে ঈদ আমার দু:খিনী বাংলায়
মানুষ রূপী পশুর সন্ধান পাই ইট পাথরের ঢাকায়
লোভাতুর হিংস্র বেশে করোনা সার্টিফিকেট বিক্রি করে যায়।

আসুন সবাই এবারের ঈদে
মানুষ রূপী পশুর পশুত্বকে বলী দিয়ে যাই
আগামী দিনের সুন্দর ভোরের আলোর বর্ণচ্ছটায়।

আবার আসবে ঈদ আমার প্রিয়তম বাংলায়
উৎসবের আনন্দে মিলনের পূত পবিত্রতায়
বিপদ গ্রস্ত মানুষের করোনা বিদায় হোক ত্যাগের মহিমায়।

সমস্বরে মিলব আবার, করবো মোরা ঈদ !
ঈদ মেবারক ! ঈদ মোবারক ! ঈদ মোবারক ঈদ !

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ