করোনায় বাংলাদেশ !

সুপায়ন বড়ুয়া ১৭ জুলাই ২০২০, শুক্রবার, ০৭:২০:১৫অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

 

মানুষ পড়েছে বিপদে আজ করোনায় বাংলাদেশ
মানুষের পাশে থাকে না কেউ আজব করোনার বেশ ?
অসহায় মানুষ করোনার ভয়ে ফেলে যায় দীর্ঘশ্বাস
আপন জনকে রাস্তায় রেখে বানায় বেওয়ারিশ লাশ।

বেওয়ারিশ কুকুর অনাহারে থাকে ক্ষুধার জ্বালায় ঘুরে
কেউ যদি দেয় শস্য দানা কাতর চোখে হাসে।
দয়ার পরশে কেউ যদি দেয় একটু খাবার
তারা ও আজ ভাগ করে খায় সঙ্গী রেখে পাশে।
যারা দিয়েছিল নকল পিপিই ফাঁকা কাটনের মাস্ক
তারাই ফেলেছে বিপদে সবার ডেকেছে সর্বনাশ।

যারা পেতে যায় সেবার নামে নিত্য নতুন ফাঁদ
টেষ্টের নামে সার্টিফিকেট দেয় দিনকে বানায় রাত।
মুখোশের আড়ালে হানা দিয়ে যায় ঐ শকুনের জাত
মুখোশ তাদের খুলতেই হবে ভাঙব কালো হাত।

আবার মেলেছে শকুনের ডানা
হানা দেয় বার বার।
জাগো মানুষ জাগাও বিবেক
জাগুক বাংলা আবার।

সোনালী দিনের স্বপ্ন দেখি
সোনার মানুষ পাবার।
মানুষ গড়বে মানুষের আবাস
দানব পালাবে এবার।

ছবি নেট থেকে।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ