করোনার ভজ:ঘট !

সুপায়ন বড়ুয়া ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:৫২:০০পূর্বাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

বস্তি পাড়ায় আগুন  দিয়ে
বাটপার বলে আলু পোড়
দে শালার কোমরে দড়ি
গোঁফ পাকানো রিলিফ চোর।

লোভে পড়ে যারা গরীবের টাকা
করে যায় নয় ছয়
ত্রানের চাল চুরি করে তারা
ঐ শালাদের করুণা হয়।

কাজের বুয়াকে বেতন দিয়ে
দিলাম তাদের ছুটি
রিলিফ নিয়ে তারা খুলে বসে
পাড়ার দোকানদারি।

তাদের মাঝে পাইনা খুঁজে
এমন কোন তফাৎ
সুযোগ পেলেই তারাই আজ
দিনকে বানায় রাত।

করোনার রাতে শ্রমিক এনে যারা
বানায় মানব বোমা
মুখোশ তাদের খুলব মোরা
নাইকো তাদের ক্ষমা।

নেত্রীর পিছে লোক জড়ো করে
মিছিল করেছিল যারা
ঝুঁকির মুখে ফেলে যায় তারা
করোনায় দিশেহারা।

মানুষ বাঁচার শপথ নিয়েছি
বিবেকের ডাক শুনব
আম জনতা বাঁধছে জোট
করোনাকে রুখব।

ছবি নেট থেকে।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ