ও বিধি! (গীতিকাব্য)

বোরহানুল ইসলাম লিটন ৩ জুলাই ২০২২, রবিবার, ০৭:২৬:৫৭পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

ও বিধি -
করলে যদি ভালোবেসে
জীবন তুমি দান -
ক্যান মুখে তার দাও না সুখের গান!
ভুলে অভিমান -
ক্যান মুখে তার দাও না সুখের গান!

আপন ভেবে নিত্য যে বুক
তোমায় সঁপে ক্ষণ,
তুমি বিনে আর কে আছে
বুঝবে যে তার মন!
যায় হেরে যার ক্ষুধার জ্বালা
খুঁজলে নামের শান -
ক্যান মুখে তার দাও না সুখের গান!

বুঝি না এ কেমন খেলা
কারে করো ক্ষমা,
কার লাগি সুর সুধা রাখো
ভান্ডে তুমি জমা!

সূর্য ‍উঠে নেয় কেড়ে ফের
রাতের আঁধার রোজ,
তেমনি বিধি নাও না গো ক্যান
যেচে সবার খোঁজ!
জল ফ্যালে যে নমন শিরে
ভাবলে তোমার মান -
ক্যান মুখে তার দাও না সুখের গান!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ