একজন মডুর সাথে কথোপকথন

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ৩ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০৩:২০:৪৩অপরাহ্ন রম্য ৫৫ মন্তব্য

তাকে দেখেই কেমন যেন চেনা চেনা লাগছিল ... ভীর থেকে কিছুটা দূরে একাকী নিঃসঙ্গ অবস্থায় বসে আছেন। বটগাছের সিমেন্টের বেদীতে, দু'পায়ের উপর হাত, দু'হাত মুষ্টিবদ্ধ। উস্কখুস্ক চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। চার পাঁচ দিন সেভ করেননি। দেখে মনে হয় ঝিমুচ্ছে।
কাছে যেতেই চিনে ফেললাম, আরে এতো আমাদের সোনেলার মডু ড্যাস ড্যাস ভাই 🙂
উম্মমহুউউ উম্মহুউউ গলায় শব্দ করতেই চোখ তুলে তাকালেন, আমাকে দেখে মুখে ম্লান হাসি।

আমিঃ ভাই কেমন আছেন? কি অবস্থা?
মডু ভাইঃ এইতো আছি, অবস্থা CDMKB
আমিঃ মানে? কম্পিউটারের কোন নতুন কোর্স নাকি ?
মডু ভাইঃ আরে না ছেড়ে দে মা কেঁদে বাঁচি (CDMKB)
আমিঃ এইডা কি কইলেন ভাই? ভালোই তো আছেন, ব্লগের মডু,আমরা সবাই ভয় পাই।
মডু ভাইঃ জিসান ভাই, প্লিগ লাগে আপনি আমার এই মডু গিরি নিয়া যান।
আমিঃ কেন ভাই কী ঘটনা বলেন তো?
মডু ভাইঃ কেন যে মডু হইলাম, নাওয়া খাওয়া সব শেষ, নিদ্রা কুসুম তেল মাথায় দেই ঘুমের জন্য, মাগার কাম করেনা।
আমিঃ আমাদের মাথার উপরে ছড়ি ঘুড়ান আপনারা কত মজা/আনন্দ।
মডু ভাইঃ ভাই, কেমনে এইডা ছাইর‍্যা দিমু, হেই চিন্তা কর্তাছি।
আমিঃ খুইল্যা বলেন তো ভাই।
মডু ভাইঃ হাসতে হাসতে রাজী হয়েছিলাম মডু হতে, এখন আর বেড় ও হতে পারিনা :(আমিঃ বেতন-টেতন কেমন পান?
মডু ভাইঃ কিসের বেতন? ব্লগই তো চলে কয়েকজনার টাকায়, আয় আছে নাকি ব্লগে?
আমিঃ বলেন কি? বিনা বেতনে মডু গিরি?
মডু ভাইঃ হ, NKBMT 🙁
আমিঃ ভাই বুঝি নাই
মডু ভাইঃ উফ আপনাদের নিয়ে সমস্যা,NKBMT  নিজের খাইয়া বনের মোষ তাড়াই
আমিঃ আহারে 🙁
কিছুক্ষণ চুপচাপ এরপর আবার জিগাই
আমিঃ আজকাল তেমন ব্লগে দেখি না আপনাকে,পোস্টও দেননা আগের মত,কমেন্ট করেন না।
মডু ভাইঃ কামলা মানুষ ভাই আমি। কামলারা নিজের জন্য কিছু করার টাইম পায়? দিন রাত পরিশ্রম করে পরিবারের সবার চাহিদা মেটায়, আনন্দে রাখে। আমার আনন্দের সময় কই?
আমিঃ পরিবারের দু একজন যে বিলিক ছিলিক করে, কষ্ট হয়না আপনার?
মডু ভাইঃ নারে ভাই, তাদের হাসিতেই আমার আনন্দ। আল্লাহ নির্দিষ্ট করে দেন সবার দায়িত্ব। একদল আনন্দহীন থাকবে, একদল আনন্দ করবে। (বিশাল এক ভাব নিয়ে কথা)
আমিঃ ভাই কি সব কন, মাথার উপরে দিয়া যাইতাছে। ব্লগে আসলে আপনাদের তেমন কাজ কাম নাই, সারাদিন দেখেন শুধু কেউ নীতিমালা ভঙ্গ করছে কিনা?
মডু ভাইঃ কাজ নাই? দেখেন তাইলে গতকাল কি করেছি।
* পাসোয়ার্ড ভুলে গেছে ১১ জনে, নতুন পাসওয়ার্ড দিছি সবাইরে।
* ছবি আপলোড কেমনে করে, শিখাইছি ৩ জনেরে
* লগইন হইতে পারে না ৫ জনে, বইল্যা দিছি এমন এমন করেন।
* ছবি ৭০ কেবির সাইজের মধ্যে কেন রাখছি, এইটা বুঝাইছি ১ জনেরে
* শিরোনাম বাদে পোষ্ট আসছিলো ২ টা, তা মুছে ফেলছি।
* রাতে হঠাৎ সাইট মোবাইল ভিউ হয়ে গেছিলো, সেইটা ঠিক করেছি
* নতুন আইডি করবে পারেনা, এমন ৬ জনকে সিষ্টেম বলে দিছি।
এরপর বলেন, কোন সময় নিজে লেখি? কোন সময় অন্যের লেখা পড়ে কমেন্ট দেই? 🙁
আমিঃ এত কাজ করতে হয় একজন মডুকে? আহারে
মডু ভাইঃ হ ভাই, আচ্ছা আমি এখন যাইগা, ভালো থাইক্যেন।
আমিঃ আপনি ভালো থাইক্যেন ড্যাস ড্যাস ভাই। শুভ কামনা  -{@

মডু কামলা হইয়া আমাদের সোনেলা ঠিক রাখুক, আল্লাহ তার কাজ নির্দিষ্ট কইর‍্যা দিছেন। আমরা মনের আনন্দে ব্লগিং করতে থাকি, আল্লাহ আমাদের কাজও নির্দিষ্ট কইর‍্যা দিছেন। আসুন আনন্দ করি, মডুর কষ্ট দেখার টাইম আমাদের নাই 🙂

0 Shares

৫৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ