উন্নয়নের ড্র টিকেট

নাজমুল হুদা ২১ মার্চ ২০২০, শনিবার, ০৮:২২:০১অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

ফাটল ধরা মাছের ঝুড়িতে জেলে
দিন দিন পয়দা করে উন্নয়নের নদী,

চাঁদের আলোতে কেবল ভালোবাসা
এসব বুঝে গেলে কৃত্রিম আলোয়
চোরা ভোটের প্রজননে সুস্বাদু ক্ষমতা।

উন্নয়ন গবেষণার ল্যাবরেটরিতে
মাস্ক না থাকার নিদারুণ সংকটে
ড্র হয় স্বল্পসময়ে নেতা হবার আবিষ্কার।

বহুদিন পর উন্নয়নের খাতা টেনে
হিসাবরক্ষক মাইনাস পাওয়ার চশমায়
আমরাও দেখতে পাচ্ছি তেঁতো শব্দাবলি
দেখুন পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আপনিও
যথাক্রমে--
উন্নত ডাকাতি
গণতন্ত্র লুটপাট
মদ্যপ তেলবাজ

অতঃপর, ল্যাবরেটরিতে ধরা খায়
সনাতন পদ্ধতির পোশাকীয় ফটোকপিতে
কাপড়ের মতো কাপড় পরা উন্নয়নের নেতা।

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ