ঈদের অপেক্ষা-প্রহর (ম্যাগাজিন)

ছাইরাছ হেলাল ২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ০৩:২৭:০৩অপরাহ্ন কবিতা ৪৮ মন্তব্য

 

এখন এই বিবর্ণ তাপিত যাপন-জীবনে
শুধু তোমাতেই বাস, তোমাকেই চাই রাত-প্রহরে,
ভালোবাসার নির্মম উত্তাপে আজ লজ্জা-বিহীন, চাতুরিবিহীন,
হেঁয়ালি না রেখেই বলছি, প্রেম জড়িয়েছে অনাস্বাদিত কামনায়......
এই লাল-পোশাকে রাত-নক্ষত্র তলে, অপেক্ষা প্রণয়নী-চোক্ষে,
ভালোবেসেই বেসেছি ভাল উন্মত্ত-রাত-আঁধারে,
ভালোবেসেই মরে যাব সহ মরণের দুষ্ট ভালোবাসার ছলে।

হু হু বাতাসের এলো-চুলে নোঙর ফেলে রেখেছি
তোমার-ই জল-সীমায়,
এসো এসো, একবার ফিরে এসো
এবারের ঈদ-রাতে।

*****************************************************************

এসো আবার রাতজাগা নক্ষত্রের বীথী-পথে
আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে, ঠোঁটের জোড়া চুমুকে
রূপোর চিবুকে কবিতা ভাসিয়ে, নৃত্যের তালে তালে,
এই জ্যোৎস্নার ঈদ পর্বে, যেমন আগে-ও এসেছিলে;

ফুলেরা ফুটে আছে অবারিত ডাকে,
স্বপ্নেরা জেগে আছে সাতরঙা-সাঁকো ফেলে,
ধ্রুবতারাটি নির্ঘুম চোখে তাকিয়ে আছে
তোমায় একবার দেখবে বলে;

মাছরাঙা থির বসে আছে অপেক্ষার দ্বিপ্রহরে,
এক্ষুণি ঝাঁপাবে স্থির লক্ষে তুমি এলে।
তুলে নেবে ঠোঁটে গেঁথে লুকিয়ে রাখা রূপোর হাসি
এক আকাশী ঝলকে;
স্মৃতির কাঁটায় প্রায়ান্ধ আমি আতরের শিশি হাতে
জোনাক-জ্বলা-পরী-বুকের তীর্থ-ভূমে উষ্ণতা খুঁজে,
বিরহকাতর যন্ত্রণা-অহ্ঙ্কারের ঈদে-ও অপেক্ষা করি।

***************************************************

দেখিনি ভালবাসা-প্রজাপতির রঙিন-ডানা কাছে বসে
গা-ঘেঁসে বসে গুনে গুনে দেখিনি রঙ-ডানার পরতগুলো
হাতের চেটোর কোমল পেলব স্পর্শে প্রজাপতির ডানায় ভর করে
আ-সমুদ্র-হিমাচলে ভেসে ভেসে হারিয়ে যাওয়া হয়নি।
ধৈর্যের কাঁপা নিঃশ্বাস ফেলে ফিরে এসেছি হীন-দীনতায়।
স্বপ্নাচ্ছন্ন হতে হতে অ-ঘুমভারাক্রান্ততায় কেটেছে রাত,
নিরুপায় সময়ের হাত ধরে, হেঁসকি তোলা রজ্জুতে;
ঈদে ঈদ থাকেনি, আসে-ও-নি;

**********************************************************

শুনুন!!

প্রথম লেখাটিতে যে গানটি দিয়েছি, এটি আমার খুব প্রিয় শিল্পীর একটি গান, যা আমার খুব পছন্দের,
তার আবেগ বুঝতে পারি, তা ধারণ করি না, তবুও অসম্ভব একটি প্রচেষ্টা, আমার আনন্দ-বেদনার
অক্ষম প্রচেষ্টা।

দ্বিতীয়টিও একটি অপেক্ষার যা আমি বহন করি না, অসফল প্রচেষ্টা,

তৃতীয়টি আমকে ধারণ করে, কিন্তু ভাষা তা প্রকাশে পারঙ্গম না।
অপ্রতুল প্রচেষ্টা মেনেই লিখেছি।

কৃতজ্ঞতা যিনি আমাকে লিখতে সাহায্য করেছেন, অসম্ভব একটি বিষয়ে।

0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ