ইচ্ছে-ডুবির আদরে

নীলাঞ্জনা নীলা ২ ডিসেম্বর ২০১৫, বুধবার, ১০:০০:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩০ মন্তব্য

বিদায়ী উষ্ণতা...
বিদায়ী উষ্ণতা...

ছুঁয়ে দিতে গিয়েই উত্তালতায় ডুবে যাচ্ছে আনন্দাদি
চুমুক দেয়ার মতোই চুমুর স্বাদ
কে নেয় ওই বিষ ঠোঁটের স্পর্শ?
তবুও খুঁড়ে খুঁড়ে বালুর তল থেকে তার জল-ডুবুরী হবার ইচ্ছেটাকে
রোদের ডানায় ওড়াতে যাওয়া দেখে ভয় নিয়ে পালিয়ে যাওয়া নিজের থেকেই নিজের।
হারিয়ে যাবার তাড়নায় বিষাদাক্রান্ত সাপের বিষ পান করতে করতে বুঝে গেছি
সেই একাই আমি;
কেউ ফিরে আসেনি ডুবে গেছে যে আমায়।
দীর্ঘ পথে ছায়ার সাথে ছায়াও থাকেনা। থাকে কি?
অশরিরী ভালোবাসায় টুপটাপ বৃষ্টিতে ভিঁজতে ভিঁজতে টুংটাং কাঁপুনির ছন্দে নুপূর মত্ত কেন থাকে,
কিংবা,
কেনই বা জমে থাকা নি:শ্বাস ঘন অন্ধকার পাড়ি দিয়েই চলছে?
সহজ উত্তরও অনেক সময় দেয়া কঠিন হয়ে যায়।
গুটিকয়েক প্রশ্নের কারণেই জীবনের হিসেব-নিকেশ সব পালটে যায়---
তবু স্বস্তি আসে। তবুও প্রেম আসে।

হে স্বস্তি পথ দেখাতে এসেছোই যখন,
উত্তাপ নয় উষ্ণতায় জড়াও।

হ্যামিল্টন, কানাডা
২৩ অক্টোবর, ২০১৫ ইং।

(লেখাটিকে ভদ্রস্থ করার চেষ্টা করা হলো আজ ১ ডিসেম্বর, ২০১৫ ইং।)

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ