আমাদের সেই দিন

সিকদার সাদ রহমান ২৭ জুন ২০২০, শনিবার, ১০:০৬:২৫অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

 

আমাদের সেই দেখা

কোন এক কালে,

মাটিতে ফসল ছিলো

মাছ বিলে খালে।

 

ফল গাছে ফল ছিলো

ফুল গাছে ফুল,

আমাদের মিলনে

ছিলোনাকো ভুল।

 

নদীতে জল ছিলো

আকাশে মেঘ,

আমাদের ভালোবাসা

ছিলো অনেক।

 

মন ছিলো মধুময়

প্রেম চুয়ে পড়ে,

ইতিহাস সে কথা

বোঝাবো কী করে?

 

আমাদের ছেলেবেলা

দূরন্ত কৈশোর,

ছুটোছুটি লুটোপুটি

শান্তির ডোর।

 

আমাদের দেখা দিন

হারালো কোথায়?

মুহঃ মুহঃ পড়ে মনে

স্মৃতির পাতায়।

 

 

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ