আধ-আঁকা ছাপ-ছবি

ছাইরাছ হেলাল ৬ অক্টোবর ২০২১, বুধবার, ১১:০৫:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

ছুঁয়ে থাকা, ছুঁতে থাকা মৃদুমন্দ ভালাবাসাবাসির স্মৃতিগুলো
ছুঁয়েছে/ছুঁয়েছি কী-না ঠিক-ঠাক বুঝতে-ও পারি-না, পারি-নি,
বারংবার বিস্মিত বিপন্ন আবিষ্কারের জাল ফেলে, জাল তুলে
যাপিতের ঘন যাপন শুধুই নির্বিষ চোখে রেখে, চোখ তুলে দেখতে থাকে,
অতীত থেকে বর্তমানের এ-কুল অব্ধি;
নিঃশেষের পেয়ালায় স্বাস্থ্য-সুখ কামনা করা ছাড়া
আর কী-ই-বা করার থাকে;

আজ অথবা আগামীর কিছু বৃন্তচ্যুত পাপড়ি
বিকল্পের জানলায় দাঁড়িয়ে অনন্তে চোখ ফেলে;
ফেলে রাখা ফেলে আসা আধ-আঁকা কিছু ছাপচিত্র
রূপান্তরিত হয়ে হয়ে তৈরি করে রূপকথার চিত্রকল্প,
সম্মোহিতের মত;

শুধু উচ্ছিষ্টের মত পড়ে থাকে দেয়াল/মেঝ জুড়ে
মৌনতাকামী সেজে, শব্দহীন অন্বেষণে, অজানা গন্তব্যে,
অপেক্ষার পথচক্রে;

ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ