আড়াল

নাজমুল হুদা ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ০৬:২৯:৫১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
বুকটা ফাটে। তোমার সঙ্গহীন ছোবলে।
ব্যথা হচ্ছে শিরোনামহীন জরিপে
তবুও অদ্ভুত একটি নকশা আঁকো
বলো- তাড়িত ব্যথায় যৌবনের বায়ুচাপ।
.
মস্তিষ্কে সাঁটানো নিয়ম। দিনদুপুরে কেউ।
বয়ঃসন্ধিকালে- প্রেমিক না,বিপ্লবীও হয়।
.
পরিনত বয়সে দেখা, এসো-
রাষ্ট্রের চোরাপথে আঙুল ঢোকানো হয়
ব্যথায় পঠিত- তৈলাক্ত জিভের মহাপুঁথি।
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ