অসহায়ের দিবারাত্রি

ছাইরাছ হেলাল ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ০৫:৪৭:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

ইচ্ছে মত তেড়ে আসছে, যখন-তখন, হা রে রে করে,
ঘৃণা বিদ্বেষের বড় বড় লাল চোখে,
খেয়ে ফেলবে, খেয়ে দেব, এই মুহূর্তে, এই ক্ষণে;
লুটপাট হয়ে যাচ্ছে/করে নিচ্ছে, জীবন আর জীবিকা,
প্রকাশ্যে দিবালোকে ঝাঁপিয়ে পড়ে, করোনা-খেলার ভেক ধরে।

হাত ধুচ্ছি, হাত ধুচ্ছি, ধুচ্ছি আগে-পরে,
যদিও বন্ধ ছোঁয়া-ছুঁয়িই, ভেতরে বাহিরে;
একটু অক্সিজেন পেলে বেঁচে যাব, তাও পাচ্ছি না,
জীবাণু না অণুজীব! এখন একটু এগিয়ে জানছি, এ নাকি বাতাসি!!

তবুও চোখ বুজে মটকা মেরে ভাবি, ও-কিছু-না!
দেব/দিচ্ছি এক আয়েশি ঘুম, ঘুমে ঘুমে স্বপ্ন দেখি,
নাকে-মুখে-হাতে নল গুজে বসে আছি এম্বুলেন্সে,
এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, প্রবল কষ্ট-বুকে;
যদি মেলে ঠাই একটু আই ছি ইউতে, কারো তড়িৎ মৃত্যুতে!

আশে পাশে শুধুই ধর্ম-হুংকার, বণ্টন করে দিচ্ছে
নহর আর আগুনে কুপ, একচ্ছত্র আধিপত্যে;
আমরা যেন খেলাম কুচি, হাতের মোয়া ছুঁড়ে ফেলা
খেয়ে ফেলা, ব্যাপার-না-কোন, বিধাতা দেখেন সব-ই।

অসহায় দিন যায়
মৃতেরা সংখ্যা বাড়ায়;

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ