মেঘের সাথে বৃষ্টির দূরত্ত্ব...
মেঘের সাথে বৃষ্টির দূরত্ত্ব...

ধরে নাও আজ বৃষ্টি হলো। আবহাওয়ার সংবাদকে বুড়ো আঙুল দেখিয়েই,
যদিও মেঘের সাথে বৃষ্টিরই দূরত্ত্ব আজন্মকাল----
মেঘ ঝুলে থাকে আকাশের বুকে, আর বৃষ্টি দাপড়ে বেড়ায় মাটির শরীরে।
তাতে কি? তবুও কিন্তু বৃষ্টি নামে;
অবশ্য সব মেঘই কান্না নয়, হাসিও হয়না
আসলেই কি কন্ট্রাডিক্টরি প্রকৃতিতে!
আচ্ছা মানুষও তো প্রকৃতিজাত, তাই না?
উহু!
তবে?
আরে মানুষের মন এবং মগজে আত্মীকরণ লেপ্টে থাকে। জানোনা বুঝি?
কি জানি! এতো ভাবনা সামাজিক কৌতুহলের কাছেই তোলা থাকুক
কি বলতে চাও, বোঝার মতো অতো মেধা খরচ করা সম্ভব নয় কিংবা সময়ও নেই।
ভাববার কিছু নেই; ভাবনা বাঁধাই থাকে গোয়ালের গরুর মতো।
ধুত্তোর! কি সব যে বলেনা প্রকৃতি!!
এতো বোকা! তুমি বড্ড বোকা!! বৃষ্টি-মেঘ-প্রকৃতি-ভাবনা-মন-মগজ, সব থেকে টুপ করে গোয়ালের গরু?
তোমাকে দিয়ে সবই সম্ভব হে মস্তিষ্ক, কথা কিংবা অযথা অক্ষর ব্যয় তুমি-ই পারো।

বোকা মেয়ে...
বোকা মেয়ে...

হ্যামিল্টন, কানাডা
৭ ডিসেম্বর, ২০১৫ ইং।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ