অপেক্ষার প্রহর

ফজলে রাব্বী সোয়েব ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৯:৩৫:২২অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে দাঁড়িয়ে ছিলাম

তোমার জন্য, ভেবেছিলাম হঠাৎ করেই

তুমি এসে আমাকে চমকে দেবে।

তোমার জন্য অপেক্ষার প্রহরটুকু ছিল

পরম আনন্দের।

একটা অদ্ভুত ঘোরে ছিলাম,

মনের মধ্যে এক সাংঘাতিক খচখচানি,

বুক ধরফর করা, তারপরও কেমন এক

ভালো লাগার অনুভূতি।

কিন্তু এলে না তুমি কোন এক অজানা কারণে!

ভালোবাসাটা আমার ঠুনকো ছিল বোধহয়,

হয়তো পারিনি তোমার মন জয় করতে!

তারপরও এক বুক আশা নিয়ে

প্রতিটা বছর তোমার অপেক্ষায় থাকতাম,

ওই নির্দিষ্ট দিনটাতে।

বারবার হতাম আশাহত,

বারবার ভেঙে যেত হৃদয়।

আজ এতটা বছর পরেও খুঁজে ফিরি তোমায়।

আজও তোমার আচমকা আগমনের আশায় থাকি।

আজও অপেক্ষার প্রহরগুলো

বড্ড মধুর মনে হয়!

 

আজো তোমার অনুপস্থিতি

আমার হৃদয়কে করে চলেছে ব্যবচ্ছেদ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ