অদিতির নিকট অপ্রকাশিত চিরকুট

হৃদয়ের স্পন্দন ৩ জানুয়ারি ২০১৫, শনিবার, ০৬:২৮:৫০পূর্বাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

কোথাও ছোটো একটা ভুল রয়ে গেছে অদিতি, তুমি বুঝতে পারছোনা, কিংবা বুঝেও না বুঝার অভিনয় করছ। অদিতি এ অভ্যাস তোমার নতুন নয়, তবে আমাকে ছেড়ে যাওয়ার জন্য এমন গো ধরবে তা স্বপ্নেও ভাবিনি কোনো দিন।

অদিতি মনে আছে সে রাতের কথা? যেদিন প্রথম আমার মুঠোফোনে ছোট ছোট মিসকল দিয়েছিলে? অপরিচিত নাম্বার আর গভীর রাত, ফোন ধরা হয়নি আমার, ঘুম থেকে উঠে সে অভিমান আমি ধরতে পেরেছিলাম। আমি জানতাম এ তোমার ফোন ই ছিলো।

ক্লাসে যখন জানতে চাইলাম কিরে অদিত্ত্যা ফোন করছিলি? তোমার শান্ত সে জবাব আমায় বিস্মিত করেছিলো! কি নিদারুন কন্ঠে বলেছিলে বাবা, মা আকীকা করে নাম রেখেছে, আমাকে ডাকতে হলে অদিতি বলে ডাকবা, আর আজ থেকে তুই নয় তুমি করে কথা বলতে পারলে এসো।
সেদিন ই বুঝেছিলাম, কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু আজ কোথায় তুমি আমার অদ্বিতীয় ভালবাসা অদিতি?
জানি তুমি এ চিরকুটটি দেখবেনা কোনদিন, ভালো থেক অদিতি।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ