নতুন জন্ম

হৃদয়ের স্পন্দন ৯ মে ২০১৭, মঙ্গলবার, ১১:৫৩:৪৬পূর্বাহ্ন বিবিধ মন্তব্য নাই

কাচা গাঁজার স্বাদ-
তুমিও নিবে একদিন।
হয়তো সেদিন আমাবস্যা হবে,
অথবা তোমাদের ভাষায়-
"ফুল নাইট মুন"।
অথচ আমি নিয়ন আলোর নিচে,
রাত জেগে চলা এই শহরের রাস্তায়-
কাচা গাঁজার স্বাদ নেই।
আচ্ছা তুমি কাচা গাঁজা চেনো?
যে তামাক পাতা গাছ থেকে উঠিয়েই খাওয়া হয়,
যাতে মিশে থাকে ষোড়শ কিশোরীর সুডৌল স্তন ছোয়া পাতা-
অনেকটা অক্ষয় অবিকল প্রেমের মত,
যেমনটা তোমার আমার ভালোবাসা।

এক পাশে কমলা আর অন্য পাশের উজ্জ্বল ল্যাম্পপোস্ট বলছে-
গগজ দু প্রকারের হয়,
তুমি কোনটা চাও?
ধোয়াশা ভরা কমলা কোয়া?
না-
ছন্নছাড়া ছন্দ জীবন!
আর দুটো ল্যাম্পপোষ্টের মাঝে রোড ডিভাইডার বলছে-
এক ঢিলে দু পাখিতো?
ইহকালের মায়া ছেড়ে যাও।
শেষ বিদায় ষ্টোরে রেখে যেও
৫০০+ কিছু টাকা।
মানিব্যাগে লিখে রেখো ঠিকানা,
পার্সেলে পৌছে যাবে কাফনের কাপড়।
সারাটিজীবন যেখানে কাটিয়েছো নিজ সিদ্ধান্তে,
পাওনি ভালোবাসা আপন দেয়ালে;
তবে তিন খন্ড কাপড়ের টাকা দিয়ে যেও খেয়ালে।

করুনাই চেয়েছো কেবল,
চাওনি কেউ অপেক্ষা করুক দীর্ঘ রজনী-
চাবি হারায় বলে কোমরে নিলে সুতা,
হায়রে তাও যদি কেউ বলে কুফরি কালো কাউয়া!

তবে কিনে নিও ইয়াবা,
নিরেট চতুর খেয়ালে!
ঘুম চোখে দিও সাজা,
শক্তির আড়ালে।

0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ